শিখর ধওয়ন। ফাইল ছবি
শ্রীলঙ্কায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল ভারত। কিন্তু কোভিডের নিয়মবিধির কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড। শিখর ধওয়নরা তাই নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলবেন বলে ঠিক করেছেন।
শ্রীলঙ্কা সফরের দলে থাকা ক্রিকেটাররা আগামী সোমবার জড়ো হচ্ছেন মুম্বইয়ে। সেখানে ১৪ দিন নিভৃতবাসে থাকতে হবে তাঁদের। এর মধ্যে ৭ দিন কড়া নিভৃতবাস। বাকি ৭ দিন নিভৃতবাস কিছুটা শিথিল করা হবে। আগামী ২৮ জুন কলম্বো উড়ে যাওয়ার কথা। সেখানে গিয়েও ৩ দিন কড়া নিভৃতবাসে থাকতে হবে। তার পর ৪ জুলাই পর্যন্ত নিভৃতবাসে থাকাকালীন অনুশীলন শুরু হবে। তারপর থেকে ভারতীয় দল পুরোদমে অনুশীলন শুরু করতে পারবে।
ভারতীয় বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “ভারতীয় দল চেয়েছিল শ্রীলঙ্কার ‘এ’ দল বা অন্য কোনও দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে। কিন্তু করোনার কারণে তা সম্ভব হচ্ছে। তাই নিজেদের মধ্যেই অনুশীলন ম্যাচ খেলা হবে। একটি টি২০ ম্যাচ এবং দুটি একদিনের ম্যাচ খেলা হবে।”