দলকে জেতাতে মুখ্য ভূমিকা নিলেন ধবন। ছবি রয়টার্স
প্রত্যাশিত ভাবেই প্রথম ম্য়াচ জিতে নিল ভারত। শ্রীলঙ্কাকে হারাল ৭ উইকেটে। ৮৬ রানে অপরাজিত থাকলেন অধিনায়ক শিখর ধবন। মণীশ পান্ডে অপরাজিত থাকলেন ৩১ রানে।
তাড়াহুড়োর দরকার ছিল না। তবু অদ্ভুত ভাবে শট খেলতে গিয়ে উইকেট খোয়ালেন মণীশ।
অধিনায়ক হয়ে প্রথম ম্যাচেই দুরন্ত খেলছেন ধবন। ৭০ রানে আপাতত অপরাজিত তিনি। উইকেটে সঙ্গী মণীশ পাণ্ডে।
উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ঈশান। ৪২ বলে ৫৯ রান করে। তাঁকে আউট করলেন বাঁ হাতি স্পিনার লক্ষ্মণ সান্দাকান।
পৃথ্বীর মতোই দাপট দেখাচ্ছেন ঈশানও। ঝোড়ো ইনিংস খেলছেন তিনি। ৩৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন।
পৃথ্বীকে হারানোর ধাক্কা সামলে নিয়েছেন শিখর ধবন (১৪) এবং ঈশান কিশান (২৪)। দুজনে জমে গিয়েছেন ক্রিজে।
দুর্দান্ত শুরু করেছিলেন। কিন্তু অর্ধশতরানের আগেই ধনঞ্জয়ের বলে ফিরে গেলেন পৃথ্বী। ২৪ বলে ৪৩ করেছেন।
শ্রীলঙ্কার রান তাড়া করতে নামল ভারত। প্রথম ওভারেই দুটি চার পৃথ্বী শ-র।
শেষ দিকে ঝোড়ো ইনিংস খেললেন করুণারত্নে। তাঁর ৩৫ বলে ৪৩ রানের সৌজন্যে ২৬২-৯ তুলল শ্রীলঙ্কা। ধবনদের সামনে লক্ষ্য ২৬৩।
দীর্ঘদিন পর বল হাতে উইকেট পেলেন হার্দিক পাণ্ড্য। ফিরিয়ে দিলেন ইসুরু উদানাকে।
সপ্তম উইকেটের পতন শ্রীলঙ্কার। চহালের বলে ফিরলেন দাসুন শানাকা।
দীপক চাহারের দ্বিতীয় উইকেট। ফিরিয়ে দিলেন হাসারাঙ্গাকে।
দীপক চাহারের বলে উইকেটকিপার ঈশান কিশানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন আসালাঙ্কা। পঞ্চম উইকেট পড়ল।
উইকেটে জমে গিয়েছে শানাকা এবং আসালাঙ্কা। দীর্ঘক্ষণ কোনও ঝটকা দিতে পারেনি ভারত।
অধিনায়ক দাসুন শানাকা (৩) নেমেছেন। সঙ্গে রয়েছেন চরিতা আসালাঙ্কা (১৭)।
এবার সাফল্য পেলেন ক্রুণাল পাণ্ড্য। ফেরালেন ধনঞ্জয় ডি’সিলভাকে।
একই ওভারে দুই সেট হয়ে যাওয়া ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষ (২৪) এবং মিনোদ ভানুকাকে (২৭) ফিরিয়ে দিলেন কুলদীপ।
বোলিং করতে এসেই ঝটকা দিলেন যুজবেন্দ্র চহাল। তাঁর প্রথম বলেই ফিরলেন ফার্নান্ডো।
অবশেষে ফের হার্দিকের হাতে উঠল বল। এখন দেখার কতটা সফল হন তিনি।