India

বিপক্ষে করোনার জের, কবে মাঠে নামছে ভারত? জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নতুন সূচি অনুসারে ১৮ জুলাই সিরিজের প্রথম ম্যাচ আয়োজিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২০ ও ২৩ জুলাই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ১৫:২৭
Share:

করোনার জন্য শিখর ধওয়নদের মাঠে নামতে সময় লাগবে। জানিয়ে দিলেন বিসিসিআই প্রধান। ফাইল চিত্র

শ্রীলঙ্কা শিবিরে করোনা হানা। এর জেরে পিছিয়ে গেল আসন্ন সিরিজ। জানিয়ে দিলেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৩ জুলাই থেকে একদিনের সিরিজ শুরু হওয়ার কথা ছিল। তবে ঘরোয়া দলের ব্যাটিং প্রশিক্ষক গ্রান্ট ফ্লাওয়ার কোভিডে আক্রান্ত হওয়ার পর ভিডিয়ো তথ্য বিশ্লেষক জি টি নিরোসানও একই রোগে অসুস্থ হয়ে পড়েছেন। তাই এই সিরিজ পিছিয়ে ১৮ জুলাই থেকে শুরু হবে।

Advertisement

সৌরভ বলেন, “শ্রীলঙ্কা শিবিরে করোনা আক্রমণের জন্য আসন্ন সিরিজ পিছিয়ে গেল। তাই ১৩ জুলাইয়ের বদলে আগামী ১৮ জুলাই থেকে একদিনের সিরিজ শুরু হবে।” ২৫ জুলাই থেকে আরম্ভ হবে টি-টোয়েন্টি সিরিজ।

আরও কিছুটা সময় পেল রাহুল দ্রাবিড়ের ছেলেরা। ফাইল চিত্র।

নতুন সূচি অনুসারে ১৮ জুলাই সিরিজের প্রথম ম্যাচ আয়োজিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২০ ও ২৩ জুলাই। আর টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে ২৫, ২৭ এবং ২৯ জুলাই। দলের দুই সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর পুরো দলকেই কঠোর নিভৃতবাসে পাঠানো হয়েছে। এর জেরে সিরিজ পিছিয়ে দিতে বাধ্য হল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement