বোলিংয়ের পর এ বার ব্যাট হাতেও লড়ছেন দীপক চাহর। ফাইল চিত্র
বল হাতে ৫৩ রানে ২ উইকেট নেওয়ার পর এ বার ব্যাট হাতেও ম্যাচ জেতালেন দীপক। খেলেলেন ৮২ বলে ৬৯ রানের ইনিংস। মারলেন ৭টি চার ও ১টি ছয়। ভুবনেশ্বর কুমার ২৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। অষ্ঠম উইকেটে ৮৪ রানে জুটির জন্যই পাঁচ বল বাকি থাকতেই ৩ উইকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল ভারত।
শেষ বলে চার মেরে সিরিজ জয়ের স্বপ্নকে বাস্তবে পরিণত করলেন দীপক চাহর।
সিরিজ ও ম্যাচ জেতার জন্য দরকার ১০ বলে ১০ রান।
হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু দীপক চাহর। তবুও দুষ্মন্ত চামিরার ৪৭তম ওভারে ১৩ রান নিল ভারত।
ভারতকে জিততে হলে এখনও ৩৪ বলে ৩৩ রান করতে হবে।
ম্যাচ ও সিরিজ জয়ের জন্য দরকার ৩০ বলে ৩১ রান। দীপক ৫১ রানে ক্রিজে আছেন।
একদিনের ক্রিকেটে প্রথম অর্ধ শতরানের পর দীপক চাহর। ছবি - টুইটার
বল হাতে দুই উইকেট নেওয়ার পর এ বার দলের জন্য ব্যাট হাতে লড়ছেন দীপক।
৩৫ রান করে ম্যাচটা প্রায় ধরে নিয়েছিলেন। তবে শেষ রক্ষা হল না। ওয়ানিন্দু হাসরঙ্গর বলে আউট হয়ে ফিরলেন ক্রুণাল। ১৯৩ রানে ৭ উইকেট হারিয়ে আরও বিপাকে ভারত।
আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অর্ধ শতরান করেছিলেন। এ দিন দ্বিতীয় একদিনের ম্যাচেও করলেন অর্ধ শতরান। কিন্তু লাভ হল না। ৪৪ বলে ৫৩ রান করে লক্ষণ সন্ধকনের বলে লেগ বিফোর হলেন এই মুম্বইকর। আরও চাপে ভারত।
ক্রিজে রয়েছেন সূর্য কুমার যাদব ও ক্রুণাল পাণ্ড্য। এই ম্যাচ জেতার সঙ্গে সিরিজ জিততে হলে এখনও ১২৯ রান করতে হবে।
ব্যাট করতে নেমে বিপক্ষের অধিনায়কের বলে আউট হলেন হার্দিক। আরও চাপে ভারত।
দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হলেন ছন্দে থাকা মনীশ পান্ডে। দাশুন শণকার বলে সূর্য স্ট্রেট ড্রাইভ মারলে সেই বল শ্রীলঙ্কার অধিনায়কের হাতে লেগে অন্য প্রান্তের উইকেট ভেঙে দেয়। বাধ্য হয়ে ৩৭ রানে ফিরে গেলেন মনীশ।
দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হলেন মনীশ। ছবি - টুইটার
দলকে খাদের কিনারা থেকে তুলে আনার মরিয়া চেষ্টা করছেন মনীশ পান্ডে (৩৩) ও সূর্য কুমার যাদব (২৬)।
অধিনায়ক ধবনকে ফেরাতেই ধনঞ্জয় ডি সিলভার উল্লাস। ছবি - টুইটার
কাশুন রাজিতাকে স্কোয়ার কাট মারতে গেলে বোল্ড হয়ে যান এই বাঁহাতি ব্যাটসম্যান।
ইনিংসের মাঝের দিকে খেই হারালেও লড়াই করার মতো রান তুলে দিল শ্রীলঙ্কা। চহাল ৫০ রানে ৩ ও ভুবনেশ্বর ৫৪ রানে ৩ উইকেট নিলেন। দীপক চহার নিলেন ৫৩ রানে ২ উইকেট।
চহালকে শুভেচ্ছা জানাচ্ছেন শিখর ধবন। ছবি - টুইটার