দ্রাবিড়ের সঙ্গে ধওয়ন। ছবি টুইটার
আগামী মাসের শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারত। সেই দলের কোচ হয়ে সঙ্গে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। অধিনায়ক শিখর ধওয়ন। রবিবার দু’জনের ছবি নেটমাধ্যমে পোস্ট করেছিল বিসিসিআই। তা ব্যপক জনপ্রিয় হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
পাশাপাশি দ্রাবিড় এবং ধওয়নের ছবি পোস্ট করে বিসিসিআই লিখেছিল, ‘শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়ার অধিনায়ক এবং কোচকে স্বাগত জানান। আমরা উত্তেজিত। আপনারা?’ এরপরেই এই জুটির উদ্দেশে শুভেচ্ছার বার্তা ভেসে আসতে থাকে।
এক সমর্থক লেখেন, ‘কতদিন ধরে তোমাকে কোচ দেখার জন্য অপেক্ষা করছি’। আর এক সমর্থক লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটে সব থেকে ভাল জিনিসটাই হয়েছে। ভারতের গ্রেট ওয়াল। আশা করি খুব শীঘ্রই সব দলের কোচ হয়ে উঠবে দ্রাবিড়’। এক সমর্থকের মতে, ধওয়ন ক্রিকেটার হিসেবে যতটা ভাল, অধিনায়ক হিসেবে তার থেকেও ভাল খেলা দেখাতে পারেন।