২৪ জনের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। ছবি: টুইটার থেকে
রবিবার থেকে শুরু হতে চলা একদিনের সিরিজে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা। ২৪ জনের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। উইকেটরক্ষক কুশল পেরেরার পরিবর্তে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হল শনকাকে। কাঁধের চোটের জন্য দল থেকেও বাদ পেরেরা।
শেষ চার বছরে একাধিক বার অধিনায়কের ব্যাটন হাত বদল হয়েছে শ্রীলঙ্কা দলে। শনকার আগে অধিনায়ক ছিলেন দীনেশ চান্ডিমল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাসিথ মালিঙ্গা, দিমুথ করুণারত্নে এবং পেরেরা।
পেরেরা ছাড়াও চোটের জন্য এই সিরিজে নেই পেসার বিনুরা ফারনান্ডো। শ্রীলঙ্কা ভরসা রেখেছে অভিজ্ঞ ধনঞ্জয় ডি সিলভা, অভিস্কা ফারনান্ডো এবং ইসুরু উদানার ওপর। স্পিনারদের মধ্যে থাকছেন লক্ষ্মণ সান্ডাকান, আকিলা ধনঞ্জয়, ওয়ানিডু হসারঙ্গর ওপর।
ইংল্যান্ডে জৈব সুরক্ষা বলয় ভাঙার অপরাধে এই সিরিজ থেকে বাদ গিয়েছেন কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা এবং দানুশকা গুনতিলকে।