সৌরভ গঙ্গোপাধ্যায় টুইটার
ইংল্যান্ডকে তাদের মাঠে হারানো একেবারেই সহজ নয়। আর সেটাই করে দেখিয়েছে নিউজিল্যান্ড। সেই কারণে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে নিউজিল্যন্ডকে কিছুটা এগিয়ে রাখলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশ্বাস চ্যাম্পিয়ন হবে ভারতই।
ফাইনাল শুরু হওয়ার আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘‘ম্যাচটা যে কেউ জিততে পারে। নিউজিল্যান্ড দারুণ ছন্দে রয়েছে। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানোর মত কঠিন কাজটা তারা করে দেখিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্ট খেলা এবং জেতা তাদের কিছুটা সুবিধা দেবে। তবে বিরাটরাও এরকম অনেক প্রতিযোগিতায় খেলেছে। তাই আশা করা যায় ট্রফি ভারতে আসবে।’’
বিদেশের মাটিতে ওপেনিং অনেক সময় ভুগিয়েছে ভারতকে। তবে শুভমন গিল ও রোহিত শর্মার ওপরেই আস্থা রাখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, ‘‘বিদেশের মাটিতে বিভিন্ন সময় ওপেনার সমস্যায় ভুগতে হয়েছে ভারতকে। তবে শুভমান ও রোহিত নতুন বল ভাল করে খেলে দিতে পারলে বাকিদের পক্ষে সহজ হবে। তবে ইংল্যান্ডে বল পুরনো হতে সময় লাগে।’’
তিনি আরও বলেন, ‘‘ইংল্যান্ডের মাটিতে খেলতে গেলে সবসময়ই চাপে থাকতে হয়। সেই চাপ নিয়ে খেলতে পারলেই জয় পাওয়া যায়।’’ ভারতের বোলিং নিয়েও আশাবাদী সৌরভ। তিনি বলেন, ‘‘মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মারা যে কোনও পরিস্থিতিতে ২০ উইকেট নিতে পারে। তবে ব্যাটসম্যানদের সুইংয়ের বিরুদ্ধে ভাল খেলতে হবে। অন্তত ৩০০ থেকে ৩৫০ রান করতে হবে।’’