Tom Latham

বিশ্ব টেস্ট ফাইনালে কোহলীদের বিরুদ্ধে খেলা বড় চ্যালেঞ্জ, মেনে নিচ্ছেন লাথাম

ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজ জিতেছে ইংল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১১:০৬
Share:

টম লাথাম। ছবি টুইটার

ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজ জিতেছে ইংল্যান্ড। টেস্টের ক্রমতালিকায় এক নম্বরেও চলেছে এসেছে। তবু নিউজিল্যান্ডের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম মনে করছেন, বিশ্ব টেস্ট ফাইনালে কঠিন লড়াই আসতে চলেছে তাঁদের সামনে।

Advertisement

রবিবার ম্যাচ জয়ের পর লাথাম বলেছেন, “দলকে সিরিজ জেতাতে পেরে সম্মানিত। অধিনায়ক হিসেবে অনেক কিছু শিখতে পারলাম। এক সপ্তাহের মধ্যে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছি আমরা। আমাদের কাছে দারুণ একটা সুযোগ থাকছে নিজেদের প্রমাণ করার। এখানকার পরিবেশও খুব ভাল।”

অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়াই টেস্ট জিতেছে নিউজিল্যান্ড। ছিলেন প্রথম দলের আরও দু’জন ক্রিকেটারও। লাথাম সেই নিয়ে বলেছেন, “দলে নতুন যারা এসেছে তারা দারুণ খেলেছে। যে ভূমিকা যাকে দেওয়া হয়েছিল, তারা সেটাই পালন করেছে। নিজেদেরকে সহজ, চাপমুক্ত রাখার চেষ্টা করি। এ ভাবেই দু’বছর ধরে আমরা খেলে আসছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement