Tim Southee

WTC Final 2021: ক্যানসার আক্রান্ত শিশুর পাশে কোহলীদের হারানোর জার্সি নিয়ে টিম সাউদি

বছর দুয়েক আগে ক্যান্সার আক্রান্ত মেয়েটির কথা জানতে পারেন সাউদি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ১৯:২৩
Share:

টিম সাউদি ইন্সটাগ্রাম

আট বছরের একটি মেয়ে ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা। ছোট্ট মেয়েটির চিকিৎসার জন্যই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরা জার্সি নিলাম করতে চলেছেন নিউজিল্যান্ডের জোরে বোলার টিম সাউদি। সেই জার্সিতে সই রয়েছে নিউজিল্যান্ডের সমস্ত ক্রিকেটারের। মঙ্গলবার সেই জার্সির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সাউদি। সেখানেই জানান নিলামের কথা।

Advertisement

বছর দুয়েক আগে ক্যানসার আক্রান্ত মেয়েটির কথা জানতে পারেন তিনি। তখন থেকেই নানা ভাবে সাহায্য করার চেষ্টা করে চলেছেন সাউদি। বাচ্চা মেয়েটির নাম হোলি বিটি। ২০১৮ সালে ‘নিউরোব্লাস্টোমা’ নামক বিরল রোগ ধরা পড়ে তাঁর। এই ধরনের ক্যানসারে শিশুরাই বেশি আক্রান্ত হয়।

শিশুটির পাশে দাঁড়ানোর জন্য সাউদি তাঁর অনুরাগীদের কাছে অনুরোধ জানিয়েছেন। লিখেছেন, ‘আমি আশা করছি, হোলির চিকিৎসার জন্য এই জার্সিটা কাজে লাগবে। কিছুটা উপকার হবে তাঁর পরিবারের। একজন বাবা হিসেবে এই লড়াইয়ে আমি ওদের পাশে রয়েছি’। তাঁর ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে অনেকেই নিলামে অংশ নিয়েছেন। বাড়ছে টেস্ট চ্যাম্পিয়ন হওয়া সাউদির জার্সির দাম।

Advertisement

এই সেই জার্সি ইনস্টাগ্রাম

তবে শুধু সাউদি নন, ছোট্ট মেয়েটির পাশে দাঁড়িয়েছেন মার্টিন গাপটিলও। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ ম্যাচে একটি বিশেষ ব্যাট ব্যবহার করেছিলেন তিনি। সেই ব্যাটটি পরে হোলির চিকিৎসার জন্য নিলাম করে দেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement