Ranveer Kapoor

WTC Final 2021: তোয়ালে পরা শামি কখনও রণবীর, কখনও কাজল

বৃষ্টি পরেছে আর তার সঙ্গে দারুণ ঠান্ডাও রয়েছে সাদাম্পটনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ২২:৫৯
Share:

প্রতীকী ছবি

চার উইকেট নিয়ে পঞ্চম দিনের নায়ক হলেও নেটমাধ্যমে ট্রোলড হতে হল মহম্মদ শামিকে। নিউজিল্যান্ডের ব্যাটিং চলাকালীন তোয়ালে পরে ডিপ স্কোয়্যার লেগে ফিল্ডিং করতে দেখা যায় ভারতের এই জোরে বোলারকে। সেই ছবিই ভাইরাল হয় নেটমাধ্যমে।

Advertisement

আসলে বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে দারুণ ঠান্ডা পড়েছে সাদাম্পটনে। সকালে বৃষ্টি হওয়ায় খেলা শুরু হতে কিছুটা দেরিও হয়। এই পরিস্থিতিতে নিজের শরীর গরম রাখতে এ কাজ করেন শামি।

এরপর নেটাগরিকদের অনেকে তাঁকে রণবীর কপূরের সঙ্গে তুলনা করতে থাকেন। অনেকে আবার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির কাজলের বিখ্যাত ‘মেরে খোয়াবো মে জো আয়ে’ গানের দৃশ্যের সঙ্গে তুলনা করতে শুরু করে দেন।

Advertisement

২৪৯ রানে শেষ হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। তিনটে উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা। দুটি উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। একটি উইকেট পান রবীন্দ্র জাডেজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement