টসের সময় কোহলী এবং উইলিয়ামসন। ছবি: টুইটার থেকে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম একাদশে কোনও বদল করল না ভারত। শনিবার থেকে ভারত-নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হল। তার দু’ দিন আগে বৃহস্পতিবার ভারতীয় দল প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছিল। সুনীল গাওস্কর থেকে শুরু করে অনেকেই বলেছিলেন, যেহেতু বৃষ্টি বা মেঘলা আবহাওয়ার জন্য পরিস্থিতি বদলে গিয়েছে, তাই ভারতের প্রথম একাদশে বদল করা উচিত। কিন্তু বিরাট কোহলী জানিয়ে দিলেন তাঁরা আগের ঘোষণা মতোই প্রথম একাদশ খেলাচ্ছেন।
টস করতে এসে কোহলী বলেন, ‘‘আমাদের দলের যা ভারসাম্য, তাতে যেকোনও পরিবেশেই আমরা খেলতে পারি। আমরা সে ভাবেই তৈরি হয়েছি।’’ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হচ্ছে ভারতকে। এ নিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘‘আমরাও প্রথমে বলই করতাম। কিন্তু আমাদের শক্তি হল, প্রথমে স্কোরবোর্ডে রান তুলে নেওয়া। এই ধরনের বড় ম্যাচ বা ফাইনালে স্কোরবোর্ডে রান থাকলে, সে যত রানই হোক না কেন, বাড়তি সুবিধে।’’
তবে এই ম্যাচকে আর পাঁচটা ম্যাচের মতোই দেখছে ভারত। কোহলী বলেন, ‘‘আমরা টেস্টে এখন সত্যিই খুব ভাল খেলছি। এটা আমাদের কাছে স্রেফ একটা টেস্ট ম্যাচ।’’