ক্রিজে রয়েছেন রহাণে এবং কোহলী ছবি টুইটার
পুরো কালো মেঘে ঢেকে গিয়েছে সাদাম্পটনের আকাশ। পিচও আবরণে ঢাকা। খেলা শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।
বারবার মন্দ আলোর কারণে খেলা বন্ধ হচ্ছে। এই নিয়ে তৃতীয় বার খেলা বন্ধ হল শনিবার। ড্রেসিংরুমে ফিরলেন কোহলীরা। খেলা এখনই শুরু হওয়ার সম্ভাবনা নেই।
অধিনায়ক এবং সহ-অধিনায়ক মিলে ক্রমশ জুটি গড়ে চলেছেন। ৫০ রানের জুটি পেরোল। চাপ বাড়ছে ইংল্যান্ডের উপর।
আলোর মাত্রা দেখে খেলা ফের শুরু করার অনুমতি দিলেন আম্পায়াররা।
শুরু করেও বেশিক্ষণ খেলা হল না। মন্দ আলোর কারণে খেলা বন্ধ করে দিতে হল কিছু ওভারের মধ্যেই। দু’দলের ক্রিকেটাররাই ড্রেসিংরুমে ফিরে গেলেন।
সমর্থকদের স্বস্তি দিয়ে আম্পায়াররা খেলা শুরু করার অনুমতি দিলেন। কোহলী এবং রহাণে রয়েছেন ক্রিজে।
এখনও মাঠ কালো মেঘে ঢাকা। আম্পায়াররা প্রতি মুহূর্তে আলোর মাত্রা মাপছেন। কিন্তু খেলা শুরুর পরিস্থিতি এখনও তৈরি হয়নি। চতুর্থ আম্পায়ার লাইট মিটার এনে ক্রিজে থাকা স্টাম্পের উপর রাখলেন। কিন্তু তাঁর মুখ দেখেই বোঝা গিয়েছে, খেলা শুরুর মতো পরিস্থিতি তৈরি হয়নি।
মাঠে আলো কমে আসছে। তাই কিছুটা আগেই চা-বিরতির সিদ্ধান্ত নিলেন আম্পায়াররা। ক্রিজে রয়েছেন কোহলী (৩৫) এবং রহাণে (১৩)।
ধাক্কা সামলে নিয়েছেন কোহলী এবং রহাণে। একশোর গন্ডি পেরিয়ে গেল ভারত। ৪৮ ওভারে তাদের রান ১০১-৩।
ভাল খেলছিলেন। কিন্তু বোল্টের স্টাম্প লক্ষ্য করে করা বল সামলাতে পারলেন না পূজারা। মাত্র ৮ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন সাজঘরে।
শুরু হল দ্বিতীয় সেশনের খেলা। ক্রিজে রয়েছেন কোহলী এবং পূজারা।
ভারতের দুই ওপেনারই সাজঘরে ফিরে গিয়েছেন। ক্রিজে রয়েছেন পূজারা এবং কোহলী। মধ্যাহ্নভোজের বিরতির পর ভারতীয় দল কী ভাবে কিউই পেসারদের সামাল দেয় সেটাই এখন দেখার।
রোহিতের পর এবার পিছনে খোঁচা দিয়ে ফিরলেন শুভমন। ওয়াগনারের বলে ২৮ রানে ফিরলেন তিনি। নামলেন বিরাট কোহলী।
প্রথম সাফল্য নিউজিল্যান্ডের। জেমিসনের বলে স্লিপে খোঁচা দিয়ে ফিরে গেলেন রোহিত। ৩৪ রান করেছেন তিনি। নেমেছেন চেতেশ্বর পূজারা।
একটিও উইকেট না হারিয়ে ৫০ রানের গন্ডি পেরিয়ে গেল ভারত। রোহিত ২৯ এবং শুভমন ২৩ রানে ব্যাটিং করছেন।
সাউদি এবং বোল্টকে শুরুতে ভালই সামলে দিলেন ভারতের ব্যাটসম্যানরা। রোহিত ২১ রানে এবং শুভমন ১৯ রানে ব্যাট করছেন।
প্রয়াত মিলখা সিংহের প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে নেমেছেন কোহলীরা।
ভারতের হয়ে ওপেন করতে চলেছে রোহিত শর্মা এবং শুভমন গিল। সামনে কঠিন চ্যালেঞ্জ তাঁদের।
প্রথম একাদশ ঘোষণা করল নিউজিল্যান্ড। দলে রয়েছেন: টম লাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডে গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার এবং ট্রেন্ট বোল্ট।