Virat Kohli

India vs England 2021: ওভালের ওয়াল ভাঙল, সাজঘরের দেওয়ালে কোহলীর হতাশা, ভাইরাল ভিডিয়ো

রবিবার কোহলী ৪৪ রান করে আউট হন। সাজঘরে ঢোকার সময় ডান হাত দিয়ে সজোরে দরজায় মারেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ০৮:২৯
Share:

বিরাট কোহলী ফাইল চিত্র

রানের খিদে চড়চড় করে বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে হতাশা। কারণ খিদে মিটছে না। রবিবার ওভালে বিরাট কোহলীর সেই হতাশাই ধরা পড়ল।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে রবিবার কোহলী দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করে আউট হন। দেখা যায়, সাজঘরে ঢোকার সময় তিনি ডান হাত দিয়ে সজোরে দরজায় মারছেন। ভারত অধিনায়কের এই রুদ্র মূর্তি স্বাভাবিক ভাবেই নেট মাধ্যমে ছড়িয়ে পড়তে একটুও সময় লাগেনি।

চলতি টেস্ট সিরিজে কোহলী এখনও পর্যন্ত সাতটি ইনিংসে দু’টি অর্ধশতরানের ইনিংস খেলেছেন। আরও এক বার ভাল শুরু করেও বড় রান করতে পারেননি। রবিবার অফস্পিনার মইন আলির প্রথম ওভারেই আউট হন তিনি। ৯৬ বলে ৪৪ রান করেন। ভালই এগোচ্ছিলেন। এই অবস্থায় আউট হয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি।

Advertisement

এই সিরিজে সাতটি ইনিংসে কোহলীর রান ২১৮। গড় ৩১.১৪। কোহলীর নিরিখে এই পরিসংখ্যান নিতান্তই মামুলি। শুধু সেটিই নয়, ২০১৯ সাল থেকে ভারত অধিনায়কের ব্যাটে কোনও শতরান নেই। ফলে তাঁর হতাশা ক্রমশ প্রকট হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement