India vs England 2021

India vs England 2021: চতুর্থ দিনের খেলা শেষ, ইংল্যান্ড পিছিয়ে ২৯১ রানে

প্রথম ইনিংসে ভারতের থেকে ৯৯ রানে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে এনে ফেলেছেন ভারতের ব্যাটসম্যানরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৭
Share:

হামিদ এবং বার্নস। ছবি রয়টার্স

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ২৩:১৯ key status

খেলা শেষ

একটিও উইকেট না হারিয়ে চতুর্থ দিনের শেষে ৭৭ তুলল ইংল্যান্ড। ক্রিজে হামিদ (৪৩) এবং বার্নস (৩১)।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ২২:৩৮ key status

ইংল্যান্ডের ৫০

ভারতীয় বোলারদের সামলে বিনা উইকেটে ৫০ পেরিয়ে গেল ইংল্যান্ড।

Advertisement
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ২১:১১ key status

ফিল্ডিং করবেন না রোহিত, পুজারা

ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হল, রোহিতের বাঁ হাটুতে অস্বস্তি এবং পুজারার গোড়ালিতে ব্যথার কারণে তাঁরা ফিল্ডিং করবেন না।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৪ key status

ভারত শেষ ৪৬৬ রানে

২৩ বলে ২৫ করে আউট উমেশ যাদব। ভারতের লিড ৩৬৭ রানের।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ২০:৪৩ key status

বুমরা আউট

৩৮ বলে ঝোড়ো ২৪ রান করে ফিরে গেলেন বুমরা।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪৭ key status

অর্ধশতরান করেই আউট পন্থ

অর্ধশতরান করেই আউট হয়ে গেলেন পন্থ। চাপ ফের বাড়ল ভারতের।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪৪ key status

শার্দূল আউট

অর্ধশতরান করে ফিরলেন শার্দূল। রুটের বলে স্লিপে ক্যাচ দিলেন। ৬০ রান করেছেন তিনি।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩১ key status

ফের শার্দূলের অর্ধশতরান

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও। ইংরেজদের চেপে ধরেছে ভারত।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৫ key status

ক্রিজে জমে গিয়েছেন পন্থ, শার্দূল

পরপর তিন উইকেট হারালেও ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পন্থ এবং শার্দূল।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৭ key status

খেলা শুরু হল

ভারতীয় ব্যাটসম্যানদের লক্ষ্য লিড আরও বাড়িয়ে নেওয়ার।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৭ key status

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ৩২৯-৬

কোহলী, রহাণেরা সাজঘরে ফিরেছেন। কিছুটা চাপে রয়েছে ভারত।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৩ key status

ফিরলেন কোহলীও

বড় রানের প্রত্যাশা ছিল কোহলীর কাছে। কিন্তু হতাশ করলেন তিনি। ফিরে গেলেন মইন আলির বলে।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৭:০১ key status

তিনশো পেরোল ভারত

ভারতের তিনশো রান পেরোলে। লিড দুশোর বেশি। কোহলী খেলছেন ৪৪ রানে।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৩ key status

রহাণে আউট

আবার কি ব্যাটিং ধসের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। জাডেজার পর শূন্য রানে এ বার ফিরলেন রহাণে।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৮ key status

জাডেজা আউট

পাঁচে নেমে ফের ব্যর্থ জাডেজা। মাত্র ১৭ রান করে আউট ক্রিস ওক‌্সের বলে।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪১ key status

বাবা হলেন বাটলার

পিতৃত্বের জন্য সরে দাঁড়িয়েছিলেন এই টেস্ট থেকে। রবিবার বাবা হলেও জস বাটলার।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৬ key status

চতুর্থ দিনের শুরুতেই খারাপ খবর

কোভিডে আক্রান্ত হলেন রবি শাস্ত্রী। বাকি তিন কোচকেও নিভৃতবাসে রাখা হয়েছে। চতুর্থ দিনের শুরুতেই খারাপ খবর ভারতীয় শিবিরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement