হামিদ এবং বার্নস। ছবি রয়টার্স
একটিও উইকেট না হারিয়ে চতুর্থ দিনের শেষে ৭৭ তুলল ইংল্যান্ড। ক্রিজে হামিদ (৪৩) এবং বার্নস (৩১)।
ভারতীয় বোলারদের সামলে বিনা উইকেটে ৫০ পেরিয়ে গেল ইংল্যান্ড।
ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হল, রোহিতের বাঁ হাটুতে অস্বস্তি এবং পুজারার গোড়ালিতে ব্যথার কারণে তাঁরা ফিল্ডিং করবেন না।
২৩ বলে ২৫ করে আউট উমেশ যাদব। ভারতের লিড ৩৬৭ রানের।
অর্ধশতরান করেই আউট হয়ে গেলেন পন্থ। চাপ ফের বাড়ল ভারতের।
অর্ধশতরান করে ফিরলেন শার্দূল। রুটের বলে স্লিপে ক্যাচ দিলেন। ৬০ রান করেছেন তিনি।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও। ইংরেজদের চেপে ধরেছে ভারত।
পরপর তিন উইকেট হারালেও ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পন্থ এবং শার্দূল।
ভারতীয় ব্যাটসম্যানদের লক্ষ্য লিড আরও বাড়িয়ে নেওয়ার।
কোহলী, রহাণেরা সাজঘরে ফিরেছেন। কিছুটা চাপে রয়েছে ভারত।
বড় রানের প্রত্যাশা ছিল কোহলীর কাছে। কিন্তু হতাশ করলেন তিনি। ফিরে গেলেন মইন আলির বলে।
ভারতের তিনশো রান পেরোলে। লিড দুশোর বেশি। কোহলী খেলছেন ৪৪ রানে।
আবার কি ব্যাটিং ধসের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। জাডেজার পর শূন্য রানে এ বার ফিরলেন রহাণে।
পাঁচে নেমে ফের ব্যর্থ জাডেজা। মাত্র ১৭ রান করে আউট ক্রিস ওক্সের বলে।
পিতৃত্বের জন্য সরে দাঁড়িয়েছিলেন এই টেস্ট থেকে। রবিবার বাবা হলেও জস বাটলার।