Ravi Shastri

India vs England 2021: শাস্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে কী করেছিলেন কোহলীরা, জানালেন ব্যাটিং কোচ

তখন চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতে আর কিছু ক্ষণ বাকি। শাস্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর আসে ভারতীয় শিবিরে। কোহলীদের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল, জানালেন ব্যাটিং কোচ রাঠৌর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ০৯:৪৬
Share:

করোনায় আক্রান্ত হয়েছেন শাস্ত্রী। ফাইল ছবি

রবিবার সকালে হঠাৎ খবর আসে রবি শাস্ত্রী করোনা আক্রান্ত। তখন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতে আর কিছু ক্ষণ বাকি। কোচের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে হকচকিয়ে গিয়েছিলেন বিরাট কোহলীরা।

Advertisement

চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর সাংবদিক সম্মেলনে এসে এ কথা জানিয়েছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। তিনি বলেন, ‘‘সকালে আমরা সবাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। মনোসংযোগ নষ্ট হয়ে গিয়েছিল। সেটা হয়ত ওই পরিস্থিতিতে স্বাভাবিক। তারপর আমরা নিজেদের মধ্যে কথা বলি। সবাই বলি, আমাদের হাতে যেটুকু আছে, সে দিকে মন দেব আমরা।’’

কোহলী, রোহিত শর্মারাও একই কথা বলেন। রাঠৌর বলেন, ‘‘ক্রিকেটাররাও সবাই বলে, সিরিজ এখনও চলছে। রবিবার ম্যাচের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল। আমরা সবাই সেটা বুঝতে পারি। তাই সবাই ঠিক করি, শুধু ক্রিকেটে মন দেব। শেষ পর্যন্ত যে দলের ফোকাস নষ্ট হয়ে যায়নি, তার জন্য দলের প্রত্যেককে কৃতিত্ব দেব। না হলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে যেকোনও সময় ফোকাস নষ্ট হয়ে যেতে পারত। কিন্তু ক্রিকেটাররা যে ভাবে বিষয়টা সামলেছে, দল হিসেবে খেলেছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’’

Advertisement

ঠিক কী হয়েছিল শাস্ত্রীর? রৌঠৌর বলেন, ‘‘সঠিক সময়টা বলতে পারব না। যত দূর জানি, শনিবার রাত ৮টা নাগাদ রবি অসুস্থ বোধ করে। আমাদের ডাক্তাররা ঠিক করেন, ল্যাটারাল প্রো টেস্ট হবে। তার ফল পজিটিভ আসে। তারপর ওকে এবং ওর সংস্পর্শে যারা এসেছিল, তাদের আলাদা করে রাখা হয়।’’

ভারতীয় দল এখন চিকিৎসকদের রিপোর্টের অপেক্ষায় আছে। শাস্ত্রী ছাড়াও বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ফিজিয়ো নিতিন পটেলকেও নিভৃতবাসে রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement