Virat Kohli

India vs England 2021: বিরাট কোহলী কেন রান পাচ্ছেন না, জানিয়ে দিলেন সুনীল গাওস্কর

এই সফরে তিনটি টেস্টে ৫ বার ব্যাটের কানায় বল লাগিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন বিরাট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২১ ২১:৫৭
Share:

বিরাট কোহলী টুইটার

তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করলেও দলকে হারের হাত থেকে বাঁচাতে পারেননি বিরাট কোহলী। লিডসে দ্বিতীয় ইনিংস বাদ দিলে এই সিরিজে ভারত অধিনায়ককে ছন্দে পাওয়া যায়নি। ইংল্যান্ড সফরে তিনটি টেস্টে পাঁচ বার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা লাগিয়ে সাজঘরে ফিরেছেন বিরাট। ভারত অধিনায়কের ব্যর্থ হওয়ার কারণ খুঁজে বার করলেন সুনীল গাওস্কর

Advertisement

ভারতের প্রাক্তন ওপেনার বলেন, ‘‘আমার মনে হয় ক্রিজের বাইরে দাঁড়িয়ে খেলা নিয়ে বিরাটের কোনও সমস্যা নেই। ওর আসল সমস্যা শট নির্বাচনে।’’

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে গাওস্কর বলেন, ‘‘যে বল ছেড়ে দেওয়ার, সেই বল খেলতে গিয়ে আউট হচ্ছে বিরাট। সব বলে রান করতে যাওয়ার মানসিকতার জন্যই ভুগছে বিরাট।’’

Advertisement

বার বার শরীর থেকে দূরের বল খেলতে গিয়ে বিপদ ডেকে আনছেন ভারত অধিনায়ক, মত গাওস্করের। তিনি বলেন, ‘‘শরীর থেকে দূরের বল খেলতে গিয়ে ব্যাট এগিয়ে দিচ্ছে বিরাট। ফলে ব্যাট পৌঁছলেও শরীর পোঁছচ্ছে না। আর তাতেই সমস্যা হচ্ছে। শরীরের কাছাকাছি খেলতে গিয়ে বল মিস করলেও সমস্যা হয় না। কিন্তু উল্টোটা হলেই সমস্যা।’’

লর্ডস টেস্টে জিতলেও হেডিংলেতে তৃতীয় টেস্টে হেরে গিয়েছে বিরাট বাহিনী। ওভালে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement