নেটমাধ্যমে দাবি উঠল ঋদ্ধিমান সাহাকে দলে ফেরানোর। —ফাইল চিত্র
লিডসে দু’টি ইনিংসেই ব্যর্থ। সিরিজে এখনও অবধি একটিও অর্ধশতরান আসেনি। ঋষভ পন্থ ছন্দ হারাতেই নেটমাধ্যমে দাবি উঠল ঋদ্ধিমান সাহাকে দলে ফেরানোর।
অস্ট্রেলিয়ায় পন্থ নিজেকে প্রমাণ করতেই প্রথম একাদশ থেকে বাদ পড়েন ঋদ্ধি। নিয়মিত উইকেটরক্ষক হিসেবে পন্থকেই বেছে নেয় ভারত। ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে একের পর এক ইনিংসে ব্যর্থ হতে ফের ঋদ্ধিকে ফেরানোর দাবি উঠতে শুরু করল।
এক নেটাগরিক লেখেন, ‘ঋদ্ধিকে প্রথম একাদশে ফেরানো উচিত। পন্থের মতো সুযোগ পাওয়া উচিত ওর।’ কেউ লেখেন, ‘পরের ম্যাচে ঋদ্ধিকে চাই।’ অনেকে আবার শুধু ঋদ্ধি নন, দলে একাধিক পরিবর্তনের পক্ষে। তাঁরা লেখেন, ‘প্রথম একাদশ নিয়ে ভাবতে হবে। পরের ম্যাচে পন্থের বদলে ঋদ্ধি, লোকেশ রাহুলের বদলে ময়াঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাডেজার বদলে রবিচন্দ্রন অশ্বিন এবং ইশান্ত শর্মার বদলে অক্ষর পটেলকে খেলানো উচিত।’
এক নেটাগরিক লেখেন, ‘ইশান্তের বদলে অশ্বিনকে চাই, অজিঙ্ক রহাণের বদলে সূর্যকুমার যাদব অথবা ময়াঙ্ক আগরওয়াল এবং পন্থের বদলে ঋদ্ধি।’
নেটাগরিকদের মধ্যে দাবি উঠলেও বিরাট কোহলীরা পন্থকে বাদ দেবেন বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। চোট পাওয়া জাডেজার বদলে অশ্বিন দলে আসতে পারেন। ঋদ্ধি ফিরবেন কি না তা জানেন রবি শাস্ত্রীরাই।