অনুশীলনের আগে রাহুল দ্রাবিড়ের বক্তব্য শুনছে শিখর ধওয়নের ভারত। ছবি - টুইটার
১৮ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের প্রতিযোগিতা। এর আগে প্রথম বার নৈশালোকে অনুশীলন করতে নেমে পড়ল শিখর ধওয়নের ভারতীয় দল।
এই সফরের শুরু থেকেই সবাই রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে খেলতে মুখিয়ে আছেন। সেই ছবি প্রতি অনুশীলনেই ফুটে উঠছে। সেটি ফের একবার সূর্য কুমার যাদবের কথায় বোঝা গেল।
অনুশীলনের মাঝে আড্ডার মেজাজে সূর্য কুমার যাদব, চহালরা। ছবি - টুইটার।
এই মুম্বইকর বলেন, “এই দলে একাধিক সদস্য। প্রত্যেক ক্রিকেটারের আলাদা সমস্যা রয়েছে। সবার কথা শোনা খুবই কঠিন। তবে রাহুল স্যর মাথা ঠাণ্ডা রেখে খুবই গুরুত্ব দিয়ে দেখছেন। ওঁর মতো মানুষের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করাই তো আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। অনুশীলনের প্রতিটি জিনিস তিনিই খুটিয়ে দেখেন। তাই আমাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।”
দীর্ঘদিন পরে আবার নৈশালোকে বোলিং করার সুযোগ পেয়েছেন ভুবনেশ্বর কুমার। বেশ খোলা মনে রয়েছেন তিনি। ভুবি বলেন, “আইপিএল-এর পর আবার নৈশালোকে বোলিং করার সুযোগ পাওয়া গেল। এতে ব্যাটসম্যান ও বোলার সবার সুবিধা হবে। আসলে অনেক দিন নৈশালোকে অনুশীলন না করলে বল দেখার ক্ষেত্রে সমস্যা হয়। তাই সিরিজ শুরু হওয়ার আগে এমন অনুশীলনে দল সাহায্য পেল।”