shardul thakur

India vs England 2021: বোথামের নাম নিয়ে শার্দূলের পিছনে লাগলেন কোহলী, রোহিতরা

৩৬ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলে বোথামের মতো একজনের রেকর্ড ভেঙে সাজঘরে ফেরার পর বিরাট কোহলী, রোহিত শর্মারা তাঁর পিছনে লেগেছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৬
Share:

শার্দূল ঠাকুর টুইটার

৩৬ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলে বোথামের রেকর্ড ভাঙলেন শার্দূল ঠাকুর। বোথামের মতো একজনের রেকর্ড ভেঙে সাজঘরে ফেরার পর বিরাট কোহলী, রোহিত শর্মারা তাঁর পিছনে লেগেছিলেন। শার্দূল নিজেই সে কথা জানিয়ে বলেন, ‘‘বোথামের নাম নিয়ে ওরা আমার পিছনে লাগছিল। বিখ্যাত ক্রিকেটারদের সঙ্গে নিজের নাম শুনতে সবসময়ই ভাল লাগে।’’

Advertisement

সামনের মাসেই টি২০ বিশ্বকাপ। তার আগে নিজেকে প্রমাণ করতেই কি ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজেও ঝড়ো ইনিংস খেলে অর্ধ-শতরান করলেন শার্দূল ঠাকুর? মাত্র ৩১ বলে অর্ধ-শতরান করে রেকর্ড গড়ে ফেললেন তিনি। ইংল্যান্ডের মাটিতে দ্রুততম অর্ধ-শতরানের রেকর্ড গড়ে ইয়ান বোথামকে পেছনে ফেললেন শার্দূল। রেকর্ডের ব্যাপারে তিনি কিছুই জানতেন না বলে জানিয়েছেন অলরাউন্ডার।রেকর্ডের ব্যাপারে তিনি কিছুই জানতেন না বলে জানিয়েছেন অলরাউন্ডার।

দিনের শেষে শার্দূল বলেন, ‘‘ইয়ান বোথামের রেকর্ডের ব্যাপারে কিছুই জানতাম না। তবে দলের হয়ে রানটা করা জরুরী ছিল।’’

Advertisement

একটা সময় ৬ উইকেট হারিয়ে ১১৭ রান করে ধুঁকছিল ভারত। সেখান থেকে দলকে ১৯১ রানের সম্মানজনক স্কোরে নিয়ে যান ভারতের এই অলরাউন্ডার। শার্দূল বলেন, ‘‘পরপর উইকেট পড়তে থাকায় আমরা ভেবেছিলাম ১৫০ থেকে ১৭০ রানের বেশি করতে পারব না। আমার মনে হয়, প্রথম ইনিংসে ১৯০ রান করতে পারায় আমাদের সামনে সুযোগ রয়েছে। প্রথম ইনিংস খুব গুরুত্বপূর্ণ।’’

ঋষভ পন্থ সাজঘরে ফেরার পর এমন ঝড়ো ইনিংস খেলার প্রয়োজন ছিল বলে মনে করেন শার্দূল। তিনি বলেন, ‘‘আমার ইনিংসটা জরুরী ছিল। দুটো রাস্তা রান করার, একটা উল্টো দিকের সঙ্গীর জন্য অপেক্ষা করা, নয়ত নিজেই চালিয়ে খেলা। রান রানই হয়, যে ভাবেই আসুক। তাই আমি শুধু রান করার দিকে মন দিয়েছিলাম।’’

ব্যাটসম্যান ও বোলার উভয়ই ওভালের পিচ থেকে সাহায্য পেতে পারে। এমনটাই মনে করেন শার্দূল। তিনি বলেন, ‘‘আমার মনে হয়, এটা দারুণ পিচ। এখানে সঠিক জায়গায় বল করতে পারলে বোলাররা সাহায্য পেতে পারে আর ভুল না করলে ব্যাটসম্যসানদেরও রান পেতে অসুবিধা হওয়ার কথা নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement