নজির শার্দূলের। ছবি টুইটার
ওভাল টেস্টে মাতিয়ে দিয়েছেন শার্দূল ঠাকুর। তবে বল হাতে নয়, ব্যাট হাতে। আট নম্বরে নেমে দুই ইনিংসেই অর্ধশতরান করেছেন তিনি। সেই সঙ্গে তৈরি করে ফেলেছেন নজির। বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আটে নেমে দু’ইনিংসেই অর্ধশতরান করলেন তিনি।
বাকি পাঁচ ব্যাটসম্যানের মধ্যে রয়েছেন ভারতের দু’জন। এঁরা হলেন হরভজন সিংহ এবং ঋদ্ধিমান সাহা। দু’জনেই এর আগে আটে নেমে দু’ইনিংসেই অর্ধশতরান করার নজির গড়েছেন। সেই তালিকায় এ বার যোগ হল শার্দূলের নাম।
প্রথম ইনিংসে ৩১ বলে অর্ধশতরান করেছিলেন শার্দূল। ইংল্যান্ডের মাটিতে সেটাই ছিল টেস্টে দ্রুততম অর্ধশতরান। ইয়ান বোথামের রেকর্ড ভেঙেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে অনেকটাই ধৈর্য ধরে খেলেছেন। ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে ৭২ বলে ৬০ রান করেন। এরপর জো রুটের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। বল হাতে প্রথম ইনিংসে একটি উইকেট পেয়েছেন তিনি।