India vs England 2021

India vs England 2021: পাল্টা আক্রমণ ভারতের, ইংল্যান্ডের দুই ওপেনারকেই ফিরিয়ে দিলেন বুমরা

ওভালেও ব্যাটিং ধসের মুখে পড়ল ভারত। কোহলী এবং শার্দূল অর্ধশতরান করেছেন। তবে ইংরেজ বোলারদের চাপের মুখে ভারতীয় ব্যাটসম্যানরা ফের ব্যর্থ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৫:১৮
Share:

উইকেট নেওয়ার পর বুমরা। ছবি টুইটার

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২৩:০৮ key status

প্রথম দিনের খেলা শেষ

ভারতের প্রথম ইনিংস হয় ১৯১ রানে। ইংল্যান্ড প্রথম দিনের শেষে ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ৫৩ রান।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৫ key status

আউট রুট

উমেশের বলে আউট রুট। ইংরেজ অধিনায়কের রক্ষণ ভাঙলেন উমেশ যাদব। ২১ রানে শেষ রুট।

Advertisement
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৩

ইংল্যান্ড ইনিংসের ১৫ ওভার

১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫২/২। 

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২২:৩৭

দুই ওপেনারকে হারিয়েও লড়ছে ইংল্যান্ড

দ্রুত রান তুলছেন রুট এবং মালান। ১৭ বলে ১৮ রান করেছেন রুট। মালান করেছেন ৩২ বলে ২২ রান। ইংল্যান্ডের স্কোর ৪৫/২।

Advertising
Advertising
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২২:৩০ key status

ইংল্যান্ডের ইনিংসে প্রথম দশ ওভার

দশ ওভারে ৩০ রান ইংল্যান্ডের। দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছেন বুমরা। ক্রিজে রয়েছেন জো রুট এবং দাউইদ মালান।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২২:১২ key status

আউট হামিদ

ইংল্যান্ডের দুই ওপেনারই আউট। বুমরার বলে শূন্য রানে ফিরলেন হামিদ।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৭ key status

আউট বার্নস

বুমরার বলে আউট বার্নস। বোল্ড হলেন ইংরেজ ওপেনার।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৬ key status

ইংল্যান্ডের ইনিংস শুরু

প্রথম ওভারে ২ রান তুলল ইংল্যান্ড। ওপেন করতে নেমেছেন রোরি বার্নস এবং হাসিব হামিদ।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৪ key status

অলআউট ভারত

ভারতের ইনিংস শেষ। ১৯১ রানে কোহলীদের শেষ করে দিলেন ইংরেজরা। ইংল্যান্ডের হয়ে চার উইকেট ক্রিস ওকসের। তিনটি উইকেট রবিনসনের।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২১:৩০ key status

পরপর দুটি উইকেটের পতন

আক্রমণাত্মক ব্যাটিং করে ফিরে গেলেন শার্দূল। তারপরেই রান আউট বুমরা। টানা দুটি উইকেট পড়ল ভারতের।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২১:১৯ key status

শার্দূলের অর্ধশতরান

ধুন্ধুমার ব্যাটিং করছেন শার্দূল ঠাকুর। ৩২ বলে অর্ধশতরান করে ফেললেন তিনি।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২১:১৩ key status

আক্রমণাত্মক শার্দূল

ব্যাট হাতে দুরন্ত খেলতে শুরু করেছেন শার্দূল ঠাকুর। ২৫ বলে ৩৯ রানে খেলছেন তিনি। মেরেছেন দুটি ছক্কাও।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৬ key status

আউট পন্থ

সাজঘরে ফিরলেন ঋষভ পন্থও। ৯ রান করে আউট হলেন তিনি।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৪ key status

চা-বিরতিতে ভারত ১২২-৬

ব্যাটিং ধস ভারতের। এখন ক্রিজে রয়েছেন পন্থ (৪) এবং শার্দূল (৪)।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২০:০৭ key status

আউট রহাণে

দলকে বিপদ থেকে রক্ষা করতে পারলেন না রহাণেও। ১৪ রান করে ওভার্টনের বলে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৪ key status

কোহলীর পতন

এ বার তিন অঙ্কের রানে পৌঁছতে ব্যর্থ কোহলী। অর্ধশতরান করেই রবিনসনের বলে ফিরলেন তিনি। আরও চাপে পড়ল ভারত।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৯:২১ key status

কোহলীর অর্ধশতরান

সিরিজের দ্বিতীয় অর্ধশতরান হয়ে গেল কোহলীর। লিডসের পর ওভালেও ব্যাট হাতে ঝলমলে ভারত-নেতা। 

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৭ key status

দুরন্ত কোহলী

একের পর এক কভার ড্রাইভ বেরোচ্ছে ভারত অধিনায়কের ব্যাট থেকে। অর্ধশতরানের কিছুটা দূরে তিনি।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৯ key status

জাডেজাও আউট

জাডেজাকে পাঁচ নম্বরে নামানোর ফাটকা কাজে লাগল না। ফিরে গেলেন ১০ রান করে।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৭ key status

আউট পুজারা

ফের ব্যর্থ পুজারা। অ্যান্ডারসনের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement