India

India vs England 2021: ভারতকে ৭৮ রানে গুটিয়ে দেওয়ার পর, হামিদ-বার্নসের অর্ধ শতরানে এগিয়ে ইংল্যান্ড

লর্ডস টেস্টের দল নিয়ে মাঠে নামলেন বিরাট কোহলী। তবে জেমস অ্যান্ডারসনদের সুইংয়ে কাবু ভারত। ৭৮ রানে অল আউট হয়ে ব্যাকফুটে ভারত। দুই ওপেনারের ব্যাটে লিড ফেললো ইংল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৫:০৬
Share:

জেমস অ্যান্ডারসনের পর ভারতের চাপ বাড়ালেন দুই ওপেনার হাসিব হামিদ ও রোরি বার্নস। ছবি - টুইটার

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ২৩:০৯ key status

ইংল্যান্ড ১২০, লিড ৪২ রানের

প্রথম ও দ্বিতীয় সেশনের পর দিনের শেষ সেশনও ইংল্যান্ডের নামেই লেখা থাকল। সৌজন্যে দুই ওপেনার হাসিব হামিদ ৬০ ও রোরি বার্নস ৫২। দু'জনের অপরাজিত জুটির জন্য প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ১২০ রান তুলে ফেলেছে জো রুটের দল। ফলে ভারত থেকে এই মুহূর্তে ৪২ রানে এগিয়ে রয়েছে ইংরেজরা। 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ২২:৫৮ key status

রোরি বার্নসও অর্ধ শতরান সেরে নিলেন

হামিদের পর এ বার অর্ধ শতরান করে ফেললেন বাঁহাতি ওপেনার রোরি বার্নস। ৪১ ওভারে ১১৪ রান তুলে নিল জো রুটের দল। হামিদ ৫৪ ও বার্নস ৫২ রানে ক্রিজে আছেন। ৩৬ রানে এগিয়ে গেল ইংল্যান্ড। 

Advertisement
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ২২:৪৯ key status

হামিদের অর্ধ শতরান

লর্ডস টেস্টে ব্যর্থ হলেও এ বার অর্ধ শতরান সেরে ফেললেন হাসিব হামিদ।  

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ২২:১৬ key status

চাপ বাড়াচ্ছে ইংল্যান্ড

দুই ওপেনার হাসিব হামিদ ও রোরি বার্নসের সৌজন্যে এগিয়ে গেল জো রুটের দল। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ২১:৩২ key status

৫০ রানের জুটি গড়লেন দুই ইংরেজ ওপেনার

ভারতকে ৭৮ রানে শেষ করে দেওয়ার পর ইংল্যান্ডের দুই ওপেনার ৫০ রান যোগ করে ফেললেন। হাসিব হামিদ ৩২ ও রোরি বার্নস ১৭ রানে ক্রিজে আছেন। মাত্র ২৮ রানে এগিয়ে রয়েছে ভারত। 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ২০:৪৪ key status

ধীরেসুস্থে এগোচ্ছে ইংল্যান্ড

১০ ওভারের শেষে ২৫ রান তুলে নিল জো রুটের দল। হাসিব হামিদ ১৫ ও রোরি বার্নস ৭ রানে ক্রিজে রয়েছেন। ভারত থেকে মাত্র ৫৩ রানে পিছিয়ে রয়েছে সাহেবরা। 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ২০:১৩ key status

দ্বিতীয় সেশনও সাহেবদের দখলে

ভারতের প্রথম ইনিংস ৭৮ রানে শেষ করে দেওয়ার পর চা পানের বিরতির সময় ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ২১ রান তুলে ফেলেছে। ফলে মাত্র ৫৭ রানে পিছিয়ে রয়েছে জো রুটের দল।  

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ২০:০৯ key status

জবাব দিচ্ছে ইংল্যান্ড

ক্রিজে ধীরে ধীরে জাঁকিয়ে বসছেন দুই ওপেনার হাসিব হামিদ ও রোরি বার্নস। ৬ ওভারে ২১ রান তুলে নিয়েছে জো রুটের দল। 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৯:৪৭ key status

ক্রিজে ইংল্যান্ডের দুই ওপেনার

রোরি বার্নসের সঙ্গে ক্রিজে রয়েছেন হাসিব হামিদ। 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৯:৩৭ key status

ভারত ৭৮ রানে অল আউট

জেমস অ্যান্ডারসনের দেওয়া প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে ব্যর্থ বিরাট কোহলীর ভারত। ৪০.৪ ওভারে মাত্র ৭৮ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। জিমি ৮ ওভারে মাত্র ৬ রান দিয়ে নিলেন ৩ উইকেট। ক্রেগ অভার্টন নিয়েছেন ১৪ রানে ৩ উইকেট। স্যাম কারেন ও অলি রবিনসন নিয়েছেন ২টি করে উইকেট। রোহিত ১৯ ও রহাণে ১৮ রান করেন। 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৯:১০ key status

এ বার যশপ্রীত বুমরা আউট, ফের উইকেট নিলেন স্যাম কারেন

৬৭ রানে ৯ উইকেট হারাল ভারত। ১০০ রানের আগে টিম ইন্ডিয়ার অল আউট হয়ে যাওয়ার আশঙ্কা। শেষ ১১ রানে ৬ উইকেট খুইয়েছে টিম ইন্ডিয়া। 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৯:০৯ key status

ভারতের ব্যাটিংয়ে ধস নামালেন স্যাম কারেন

এ বার সাজঘরে ফিরে গেলেন রবীন্দ্র জাডেজা। মাত্র ৬৭ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে বিরাট কোহলীর টিম ইন্ডিয়া। 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৯:০৮ key status

ক্রেগ অভার্টনের জোড়া উইকেট

রোহিতকে আউট করার পরের বলেই আউট স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন মহম্মদ শামি। ৬৭ রানে ৭ উইকেট হারাল ভারত। 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৯:০৭ key status

আবার ধাক্কা, ফিরলেন রোহিত

১০৫ বলে ১৯ রান করে ক্রেগ অভার্টনের বলে আউট হলেন রোহিত শর্মা। ৬৭ রানে ৬ উইকেট হারাল ভারত। 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৮:৩৩ key status

ঋষভ পন্থ আউট, ৫ উইকেট হারাল ভারত

জেমস অ্যান্ডারসনের পর ভারতের ব্যাটিংকে ভাঙছেন অলি রবিনসন। এ বার খোঁচা দিয়ে ফিরলেন পন্থ। একই সঙ্গে উইকেটের পিছনে দাঁড়িয়ে এখনও পর্যন্ত পাঁচটা ক্যাচ নিয়ে ফেললেন জস বাটলার। মাত্র ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে ভারত।  

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৮:১২ key status

দ্বিতীয় সেশনের খেলা শুরু

রোহিত শর্মার সঙ্গে ক্রিজে এলেন ঋষভ পন্থ। ২৫.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতের রান মাত্র ৫৬। 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৭:৩৮ key status

ফের ধাক্কা খেল ভারত, লাঞ্চের সময় ৫৬ রানে ৪

লাঞ্চের বিরতির আগে ভারতকে ফের ধাক্কা দিলেন অলি রবিনসন। তাঁর বলে জস বাটলারের হাতে ক্যাচ দিলেন অজিঙ্ক রহাণে। ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে টিম ইন্ডিয়া। ৬ রানে ৩ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। অলি রবিনসন নিলেন ১ উইকেট। ফলে হেডিংলে টেস্টের প্রথম সেশনে দাপট দেখালো জো রুটের ইংল্যান্ড। 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৭:২৮ key status

৫০ পূর্ণ করল ভারত

২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান করল ভারত। রোহিত ১৪ ও রহাণে ১৬ রানে ক্রিজে আছেন। 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৭:০৭ key status

৩ উইকেটে ৪০ রান, চাপে ভারত

জেমস অ্যান্ডারসনের সুইংয়ে কাবু ভারতের টপ অর্ডার। 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৬:২৮ key status

বড় ধাক্কা, কোহলী আউট

ফের একবার জেমস অ্যান্ডারসনের বলে খোঁচা দিয়ে সাজঘরে ফিরে গেলেন বিরাট কোহলী। ২১ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে ভারত। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement