জেমস অ্যান্ডারসনের পর ভারতের চাপ বাড়ালেন দুই ওপেনার হাসিব হামিদ ও রোরি বার্নস। ছবি - টুইটার
প্রথম ও দ্বিতীয় সেশনের পর দিনের শেষ সেশনও ইংল্যান্ডের নামেই লেখা থাকল। সৌজন্যে দুই ওপেনার হাসিব হামিদ ৬০ ও রোরি বার্নস ৫২। দু'জনের অপরাজিত জুটির জন্য প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ১২০ রান তুলে ফেলেছে জো রুটের দল। ফলে ভারত থেকে এই মুহূর্তে ৪২ রানে এগিয়ে রয়েছে ইংরেজরা।
হামিদের পর এ বার অর্ধ শতরান করে ফেললেন বাঁহাতি ওপেনার রোরি বার্নস। ৪১ ওভারে ১১৪ রান তুলে নিল জো রুটের দল। হামিদ ৫৪ ও বার্নস ৫২ রানে ক্রিজে আছেন। ৩৬ রানে এগিয়ে গেল ইংল্যান্ড।
লর্ডস টেস্টে ব্যর্থ হলেও এ বার অর্ধ শতরান সেরে ফেললেন হাসিব হামিদ।
দুই ওপেনার হাসিব হামিদ ও রোরি বার্নসের সৌজন্যে এগিয়ে গেল জো রুটের দল।
ভারতকে ৭৮ রানে শেষ করে দেওয়ার পর ইংল্যান্ডের দুই ওপেনার ৫০ রান যোগ করে ফেললেন। হাসিব হামিদ ৩২ ও রোরি বার্নস ১৭ রানে ক্রিজে আছেন। মাত্র ২৮ রানে এগিয়ে রয়েছে ভারত।
১০ ওভারের শেষে ২৫ রান তুলে নিল জো রুটের দল। হাসিব হামিদ ১৫ ও রোরি বার্নস ৭ রানে ক্রিজে রয়েছেন। ভারত থেকে মাত্র ৫৩ রানে পিছিয়ে রয়েছে সাহেবরা।
ভারতের প্রথম ইনিংস ৭৮ রানে শেষ করে দেওয়ার পর চা পানের বিরতির সময় ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ২১ রান তুলে ফেলেছে। ফলে মাত্র ৫৭ রানে পিছিয়ে রয়েছে জো রুটের দল।
ক্রিজে ধীরে ধীরে জাঁকিয়ে বসছেন দুই ওপেনার হাসিব হামিদ ও রোরি বার্নস। ৬ ওভারে ২১ রান তুলে নিয়েছে জো রুটের দল।
রোরি বার্নসের সঙ্গে ক্রিজে রয়েছেন হাসিব হামিদ।
জেমস অ্যান্ডারসনের দেওয়া প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে ব্যর্থ বিরাট কোহলীর ভারত। ৪০.৪ ওভারে মাত্র ৭৮ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। জিমি ৮ ওভারে মাত্র ৬ রান দিয়ে নিলেন ৩ উইকেট। ক্রেগ অভার্টন নিয়েছেন ১৪ রানে ৩ উইকেট। স্যাম কারেন ও অলি রবিনসন নিয়েছেন ২টি করে উইকেট। রোহিত ১৯ ও রহাণে ১৮ রান করেন।
৬৭ রানে ৯ উইকেট হারাল ভারত। ১০০ রানের আগে টিম ইন্ডিয়ার অল আউট হয়ে যাওয়ার আশঙ্কা। শেষ ১১ রানে ৬ উইকেট খুইয়েছে টিম ইন্ডিয়া।
এ বার সাজঘরে ফিরে গেলেন রবীন্দ্র জাডেজা। মাত্র ৬৭ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে বিরাট কোহলীর টিম ইন্ডিয়া।
রোহিতকে আউট করার পরের বলেই আউট স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন মহম্মদ শামি। ৬৭ রানে ৭ উইকেট হারাল ভারত।
১০৫ বলে ১৯ রান করে ক্রেগ অভার্টনের বলে আউট হলেন রোহিত শর্মা। ৬৭ রানে ৬ উইকেট হারাল ভারত।
জেমস অ্যান্ডারসনের পর ভারতের ব্যাটিংকে ভাঙছেন অলি রবিনসন। এ বার খোঁচা দিয়ে ফিরলেন পন্থ। একই সঙ্গে উইকেটের পিছনে দাঁড়িয়ে এখনও পর্যন্ত পাঁচটা ক্যাচ নিয়ে ফেললেন জস বাটলার। মাত্র ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে ভারত।
রোহিত শর্মার সঙ্গে ক্রিজে এলেন ঋষভ পন্থ। ২৫.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতের রান মাত্র ৫৬।
লাঞ্চের বিরতির আগে ভারতকে ফের ধাক্কা দিলেন অলি রবিনসন। তাঁর বলে জস বাটলারের হাতে ক্যাচ দিলেন অজিঙ্ক রহাণে। ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে টিম ইন্ডিয়া। ৬ রানে ৩ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। অলি রবিনসন নিলেন ১ উইকেট। ফলে হেডিংলে টেস্টের প্রথম সেশনে দাপট দেখালো জো রুটের ইংল্যান্ড।
২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান করল ভারত। রোহিত ১৪ ও রহাণে ১৬ রানে ক্রিজে আছেন।
জেমস অ্যান্ডারসনের সুইংয়ে কাবু ভারতের টপ অর্ডার।