বিরাট কোহলীর দলের পাশে সুনীল গাওস্কর।
জোরে বোলারদের দাপটের পরেও ব্যাটিং ব্যর্থতা বজায় রয়েছে। ফলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে এখনও বেশ চাপে ভারত। যদিও সুনীল সুনীল গাওস্কর মনে করেন এ বার জো রুটের ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে ভারত ৩-১ কিংবা ৪-০ ব্যবধানে হারাতে পারে।
১৯৮৩ সালের বিশ্বকাপ ও ১৯৮৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলা ভারতীয় দলের তুলনা টেনে সানি বলেন, “বিরাট কোহলীর এই দল অনেকটা বিশ্বকাপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী দলের মতো। এই দলের সব জায়গায় ম্যাচ জেতানো ক্রিকেটার আছে। সঙ্গে রয়েছে লড়াকু মানসিকতা। তাই এ বার আমরা ৩-১ কিংবা ৪-০ ব্যবধানে সিরিজ জিততেই পারি।”
তবে বিশ্ব টেস্ট ফাইনালের পর নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসেও ভারতীয় ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। ফলে চাপ বাড়ছে বোলারদের উপর। যদিও গাওস্কর ব্যাটসম্যানদের দোষ দিতে রাজি নন। বরং বলছেন, “এই সমস্যা কাটাতে হলে শরীরকে বলের কাছে নিয়ে যেতে হবে। বলকে শেষ পর্যন্ত দেখে খেলতে হবে। তাহলেই সাফল্য আসবে। তবুও ইংল্যান্ডে মানিয়ে নেওয়া খুব সহজ ব্যাপার নয়। কারণ ম্যাচে ব্যাট করার সময় অনেকের এই ছোটখাটো বিষয়গুলো খেয়াল থাকে না।”
চলতি টেস্ট সিরিজে বেন স্টোকস, জফ্রা আর্চার, ক্রিস ওকস খেলছেন না। জো রুট ছাড়া অন্য ব্যাটসম্যান ছন্দে নেই। ফলে ভাঙাচোরা দল নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। তাই সানি মনে করেন ১৯৮৬ ও ২০০৭ সালের পর আবার সিরিজ জয়ের সুযোগ রয়েছে।