India vs England 2021

India vs England 2021: জো রুটের থেকে কী শিক্ষা নিলেন হাসিব হামিদ

ভারতের বিরুদ্ধে অভিষেকের পর চোটের জন্য বাদ পড়েন হামিদ। চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও ছন্দে ছিলেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৩:৫১
Share:

হামিদ মজেছেন অধিনায়ক জো রুটের ব্যাটিংয়ে। —ফাইল চিত্র

২০১৬ সালে টেস্ট অভিষেক ঘটে হাসিব হামিদের। ভাল খেলেও বাদ যেতে হয়েছিল চোটের জন্য। পাঁচ বছর পর ফের টেস্ট ক্রিকেটে ফিরলেন তিনি। দু’বারই প্রতিপক্ষ ভারত। প্রথম বার অ্যালেস্টার কুককে সঙ্গী করে ১৮০ রানের জুটি গড়েছিলেন। এ বার ররি বার্নসের সঙ্গে জুটি বেঁধে করলেন ১৩৫ রান। তবে হামিদ মজেছেন অধিনায়ক জো রুটের ব্যাটিংয়ে।

ইংল্যান্ডে হামিদকে ‘বেবি বয়কট’ বলে ডাকা হয়। সেই হামিদ বলেন, “রুটের থেকে কত কিছু শেখা যায়। ও বিশ্বমানের ক্রিকেটার। আমার যদিও ভাল লাগে ওর সহজ সরল থাকাটা। রুটের খেলা দেখলে বোঝা যায় ওর হাতে কত সময়। প্রচণ্ড পরিশ্রমী ও। প্রতিটা ইনিংসে রান করে বুঝিয়ে দেয় কতটা ক্ষুধার্ত রুট।”

Advertisement

২০১৬ সালে টেস্ট অভিষেক ঘটে হাসিব হামিদের। —ফাইল চিত্র

ভারতের বিরুদ্ধে অভিষেকের পর চোটের জন্য বাদ পড়েন হামিদ। চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও ছন্দে ছিলেন না। জাতীয় দলেও ডাক আসেনি আর। ২০১৯ সালে ছন্দ খুঁজে পান। নিয়মিত রান করতে থাকেন ঘরোয়া ক্রিকেটে। ফের সুযোগ আসে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলার। ১৯৫ বলে ৬৮ রান করে স্বস্তি এনেছেন ওপেনার হিসেবে। সেই সঙ্গে কাছ থেকে দেখছেন রুটকে। শিখছেন অধিনায়কের থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement