ইংরেজদের দাপটে আত্মসমর্পণ কোহলীদের। ছবি রয়টার্স
লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানে শেষ হয়ে গিয়েছে ভারত। ইংল্যান্ডের মাটিতে যা তাদের তৃতীয় সর্বনিম্ন স্কোর। ভারতের এই আত্মসমর্পণ মেনে নিতে পারছেন না প্রাক্তন ক্রিকেটাররা। আবার প্রাক্তন ইংরেজ ক্রিকেটাররা খুবই খুশি।
টুইটারে মজার পোস্ট করার জন্য জনপ্রিয় ওয়াসিম জাফর। তিনি পুরনো একটি বলিউডি ছবির মিম পোস্ট করে লিখেছেন, ‘এ জিনিস চোখে দেখা যায় না’। প্রাক্তন জোরে বোলার ইরফান পঠানের টুইট, ‘মাঝের বিরতিতে ইংল্যান্ড যে সব থেকে ভাল প্রস্তুতি নিয়েছে, সেটা বোঝা গিয়েছে। ক্রমাগত ওদের ফুল লেংথে বল করাই তার উদাহরণ’।
প্রাক্তন ইংরেজরা বেজায় খুশি ভারতের এই খেলা দেখে। ভারতকে বরাবর খোঁচা দেওয়া মাইকেল ভন লিখেছেন, ’৫৮ রানে ৫ উইকেট!! সত্যি বলতে ভারতের ব্যাটিং খুব খুব খারাপ। মনে হচ্ছে টসটা হেরে ভালই হয়েছে’। কেভিন পিটারসেন আবার লিডসে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং নিয়ে তিন রকমের ইমোজি দিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন।