ছবি টুইটার
ভারতের মাটিতে প্রথম টেস্টে জয় পেলেও পরপর দুই টেস্টে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া হচ্ছে না ইংল্যান্ডের। তবে তাদের ওপর নির্ভর করছে অস্ট্রেলিয়ার ভাগ্য। ভারতকে হারাতে পারলে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। তবে অস্ট্রেলিয়াকে সুবিধা করে দেওয়া নয়, ভারতে ‘বিশেষ কিছু’ করে দেখাতে চান রুটরা।ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘‘এই ম্যাচ জিতে আমরা সিরিজ ড্র রাখতে চাই। আমাদের দুর্ভাগ্য যে এখন আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার সুযোগ নেই আমাদের কাছে।’’
চতুর্থ টেস্টে ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করবে তাঁর দল। রুট বলেন, ‘‘আমাদের মধ্যে সাহসী ক্রিকেট খেলার সবরকম রসদ রয়েছে। তাই আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করব। তবে বেশি আগ্রাসী মনোভাব নিয়ে স্লগ খেলব না। আমাদের ভয় পেলে চলবে না, ভারতকে অস্বস্তিতে ফেলতে হবে।’’
তৃতীয় টেস্টে মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন জো রুট। তবে নিজেকে দলের স্পিনার ডম বেসের থেকে এগিয়ে রাখতে নারাজ ইংল্যান্ড অধিনায়ক। তিনি বলেন, ‘‘যদি পিচ আগের ম্যাচের মতো হয়, তবে ডম সেই পিচে বল করার লোভ সামলাতে পারবে না। ও দেখেছে একজন ব্যাটসম্যান হয়েও এই পিচে আমি ভাল বল করতে পেরেছি। আমার থেকে অনেক ভাল বোলার ডম। তাই ও আমার থেকে অনেক এগিয়ে।’’
আগের ম্যাচে দল নির্বাচন ঠিক ছিল না বলে মনে করেন রুট। তিনি বলেন, ‘‘আমরা পিচটা বুঝতে পারিনি। সেই কারণেই ভুল দল বেছে ছিলাম। আমরা ভাবিনি গোলাপি বল এতটা স্পিন করবে।’’