India

পাকিস্তানে বসে মোতেরা নিয়ে ভারতকে খোঁচা ইনজামামের

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২১ ১১:৪৭
Share:

ছবি টুইটার

মোতেরায় বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট ম্যাচ। তবুও তৃতীয় টেস্টের পিচ নিয়ে বিতর্ক থামছেই না। এবার সেই বিতর্ককে উস্কে দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম উল হক। তিনি বলেন, ‘‘আইসিসি-র উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’’ এর আগে এই বিষয়ে মুখ খুলেছেন মাইকেল ভন, ভিভ রিচার্ডস, গৌতম গম্ভীর, ডেভিড লয়েড, শোয়েব আখতাররা। এঁদের কেউ কেউ এই পিচের সমালোচনা করেছেন। আবার কেউ কেউ এর পক্ষেও সওয়াল করেছেন।

Advertisement

ইনজামাম বলেন, ‘‘আমার মনে পড়ছে না শেষ কবে টেস্ট ম্যাচ দুদিনে শেষ হয়েছিল। ভারত কী ভাল খেলে জিতল? নাকি এই উইকেট ভারতকে জিতিয়ে দিল? এই ধরনের উইকেটে টেস্ট ম্যাচ হওয়া উচিত? ভারত ভাল খেলছিল। অস্ট্রেলিয়াতেও আমরা ভারতকে দারুণ খেলতে দেখেছি। তবে এমন উইকেট তৈরি করলে টেস্ট ক্রিকেটের উন্নতি সম্ভব নয়।’’

এখানেই থেমে না থেকে পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান বলেন, ‘‘১৭ টা উইকেট এক দিনের মধ্যেই পড়ে গেল! অবশ্যই ঘরের মাঠে খেলার একটা সুবিধা সকলেই নিতে চাইবে। তবে এই ধরনের উইকেট তৈরির কোনও মানে নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement