india

শিশির থেকে পিচে ঘাস, তৃতীয় টেস্ট নিয়ে চিন্তায় ভারত

Advertisement

সংবাদ সংস্থা

আমদাবাদ শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪৩
Share:

মোতেরায় সবুজ পিচ তৈরি করছে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশান ছবি রয়টার্স

চিপকে দ্বিতীয় টেস্ট জয়ের পরই মোতেরার আসন্ন দিন রাতের টেস্টের প্রস্তুতি শুরু করে দিলেন ভারতীয় ক্রিকেটাররা। ২৪ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্ট ম্যাচ হবে মোতেরায়। তবে পিচ এবং শিশির এই দুই নিয়ে চিন্তায় ভারতীয় শিবির।

Advertisement

চিপকের তুলনায় অনেকটাই আলাদা মোতেরার পিচ। নতুন এই স্টেডিয়ামের পিচে যথেষ্ট ঘাস থাকবে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। গুজরাত ক্রিকেটার সমিত গোহেল বলেন, ‘‘এই মাঠে লাল আর কালো মাটির পিচ আছে। দুই ধরনের পিচেই ঘাসের আস্তরণ রয়েছে। কিছু দিন আগে এই মাঠে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ হয়েছে। সেখানে বল ভাল ভাবেই ব্যাটে এসেছে।’’

তিনি আরও যোগ করেন, ‘‘এখানে খুব শিশির পড়ে। তাই শিশির এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে পারে। স্পিনারদের বল গ্রিপ করতে অসুবিধা হতে পারে। সকালের দিকে যথেষ্ট গরম থাকে। কিন্তু সন্ধ্যের পর আবহাওয়া ঠান্ডা হয়।’’

Advertisement

বছরের এই সময়ে আমদাবাদে খুব শিশির পড়ে। ফলে বল ভারী হয়ে যায়। গোহেল বলেন, ‘‘স্পিনারদের বল গ্রিপ করতে যেমন অসুবিধা হয় তেমনই বলের ওজন বেড়ে যাওয়ায় বল খুব বেশি সুইং করে না। ফলে, বোলারদের অসুবিধায় পড়তে হতে পারে।’’

এই টেস্টে ইংল্যান্ড দলে ফিরতে পারেন জোফ্রা আর্চার ও জেমস অ্যান্ডারসন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জেতে হলে ৩-১ ব্যবধানে সিরিজ জিততে হবে জো রুটদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement