ঈশানের সাফল্যে খুশি সুন্দর (মাঝে)। ছবি টুইটার
বছর পাঁচেক আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাঁর অধীনে খেলেছেন। সেই ঈশান কিষাণকে ভারতের হয়ে প্রথম ম্যাচে দুর্দান্ত খেলতে দেখে খুশি ওয়াশিংটন সুন্দর। একই সঙ্গে তিনি খুশি ঋষভ পন্থকে নিয়েও, যিনি নিজেও কিষাণের নেতৃত্বাধীন সেই দলে ছিলেন। ২০১৬-র সেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যান সুন্দররা।
নির্বাচকদের আস্থার দাম রেখে প্রথম ম্যাচেই জাত চিনিয়েছেন কিষাণ। তাঁকে নিয়ে ওয়াশিংটন বললেন, “যে ভাবে ও খেলেছে তাতে আমি খুব খুশি। ভারতের হয়ে প্রথম ম্যাচেই অসাধারণ খেলেছে। পন্থও ভাল খেলছে। ওদের সঙ্গে খেলতে পেরে আমি খুশি।”
ভারত সিরিজে সমতা ফেরানোর পর সুন্দর আরও বললেন, “সত্যি বলতে, দু’দিন আগের থেকে আজকের উইকেট অনেকটাই ভাল ছিল। ওদের ১৬৪ রানে আটকে রাখতে পেরে খুশি হয়েছিলাম। দ্বিতীয় ইনিংসে শিশিরের সাহায্যও পেয়েছি।”
নতুন বলে বল করার অভিজ্ঞতা নিয়ে সুন্দরের মন্তব্য, “অনেকটাই চাপ থাকে। পাশাপাশি নিজের কাছে চ্যালেঞ্জও থাকে। ভাল বল করতে পারলে একটা তৃপ্তি হয়। জানি দু’একটা ম্যাচ খারাপ যায়। কিন্তু ফিরে আসাটাই গুরুত্বপূর্ণ।”