রবিবারের ম্যাচে কোহলী। ছবি পিটিআই
চোট সারিয়ে দলে ফিরলেও এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি হার্দিক পাণ্ড্য। ব্যাট করলেও দীর্ঘসময় ধরে বোলিং করতে এখনও সমস্যা হচ্ছে তাঁর। তবে বিরাট কোহলী জানিয়েছেন, খুব শীঘ্রই তিন ফরম্যাটে পুরোদমে বোলিং করতে দেখা যাবে হার্দিককে।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দু’ওভার বোলিং করলেও দ্বিতীয় ম্যাচে পুরো চার ওভারই বোলিং করেছেন হার্দিক। এই অলরাউন্ডারকে নিয়ে কোহলী বললেন, “হার্দিককে কৃতিত্ব দেব, কারণ প্রতি ম্যাচে আমাদের হয়ে অন্তত ৩ ওভার বল করছে ও। আমাদের জানিয়েছে, আগামী ছ’আট মাসের মধ্যে পুরোপুরি বল করতে পারবে। কারণ তিনটে ফরম্যাটেই দল ওকে চায়। দলের জন্যে সব সময় অবদান রাখতে ও তৈরি। এই ধরনের ক্রিকেটাররা অমূল্য সম্পদ।”
রবিবার টসের পর হার্দিক জানিয়েছিলেন, “এই ফরম্যাটের জন্য গত দেড় মাস ধরে প্রস্তুতি নিচ্ছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনেই। তাই কঠোর পরিশ্রম দরকার। এই সিরিজে আমাকে নিয়মিত বোলিং করতে দেখবেন।”