শেষ মুহূর্তে গোল করে খালিদের দলকে বাঁচিয়ে রাখলেন ঘানার স্ট্রাইকার ইদ্রিসা। ছবি - আইএসএল
ফুল টাইম- পুরো ম্যাচে দাপট দেখালেও শেষ মুহূর্তে রক্ষণের ভুল। গোল করে সমতা ফেরালেন ইদ্রিসা। ফলে আগামী ৯ মার্চ পর্যন্ত আইএসএলে নর্থ-ইস্ট টিকে রইল।
৯৩ মিনিট- অতিরিক্ত সময়ে গোল করে নর্থ-ইস্ট ইউনাইটেডকে খেলায় ফিরিয়ে আনলেন 'সুপার সাব' ইদ্রিসা সাইলা।
৯০ মিনিট- অতিরিক্ত সময়ের খেলা শুরু। এখনও সেই ১ গোলেই এগিয়ে সবুজ-মেরুন।
৮৬ মিনিট- মাথা গরম করে রেফারিদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে বেঞ্চে বসেই হলুদ কার্ড দেখলেন এটিকে মোহনবাগানের সহকারী কোচ সঞ্জয় সেন।
৮১ মিনিট- এ বার বদল আনলেন হাবাস। শেষ মুহূর্তে রক্ষণে জোর বাড়ানোর জন্য ব্রাজিলীয় মার্সেলিনহোর পরিবর্তে মাঠে এলেন প্রণয় হালদার।
৭৪ মিনিট- আবার বদল। এ বার ভিপি সুহেরকে তুলে নিয়ে আর এক ভারতীয় স্ট্রাইকার ব্রিটো পিএমকে মাঠে নামিয়ে দিলেন খালিদ।
৬৬ মিনিট- গোলের খোঁজে জোড়া বদল করলেন খালিদ জামিল। বেঞ্জামিন ল্যাম্বটের বদলে মাঠে এলেন স্ট্রাইকার ইদ্রিসা সাইলা। নিম দর্জির পরিবর্তে নামলেন ডিফেন্ডার মাশুর শারিফ।
৬০ মিনিট- রয় কৃষ্ণকে আটকানোর চেষ্টায় নর্থ- ইস্টের রক্ষণ। তবে পাহাড়ের দলও গোল করতে ব্যর্থ। সন্দেশ জিঙ্ঘনহীন রক্ষণ কোচের ভরসা যোগাচ্ছে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। ব্যবধান বাড়ানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সবুজ-মেরুন।
হাফ টাইম - প্রথমার্ধের শেষে ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান।
৪৫ মিনিট - দুরন্ত সেভ। আশুতোষ মেহতার শট বাঁচিয়ে দলের পতন রোধ করলেন গোল রক্ষক অরিন্দম ভট্টাচার্য। বল তাঁর হাতে লেগে ক্রসবারে ধাক্কা খেয়ে ফিরে আসে।
৩৪ মিনিট- জুটিতে লুটি। রয় কৃষ্ণর পাস থেকে গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দিলেন ডেভিড উইলিয়ামস। চলতি আইএসএলে চতুর্থ গোল করলেন অস্ট্রেলিয়া থেকে আসা এই স্ট্রাইকার।
৩০ মিনিট- বিপক্ষের রক্ষণকে বোকা বানিয়ে বল নিয়ে বক্সের কাছে এগিয়ে গেলেন মনবীর। কিন্তু ব্যর্থ প্রয়াস।
২৪ মিনিট- হাভি হার্নান্দেজ মাঝমাঠ থেকে লম্বা বল বাড়ালে বক্সে থাকা রয় কৃষ্ণ একক দক্ষতায় গোল করার চেষ্টা করেন। কিন্তু তাঁর ডান পায়ের ভলি নেটের বাইরে লাগে। খেলার ফলাফল এখনও ০-০।
২১ মিনিট- মনবীর, রয় কৃষ্ণ ও মার্সেলিনহো গোলের মরিয়া চেষ্টা করলেও পাহাড়ি দলের রক্ষণের সামনে আটকে পড়ছে।
১১ মিনিট- শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে হাবাস ও খালিদের দল।
খেলা শুরু- মাঝমাঠে লড়াই চলছে। বল দখলের লড়াইয়ে দুই দল।
সবুজ-মেরুনের প্রথম একাদশে তিনটি বদল এনেছেন হাবাস। হাভি হার্নান্দেজ, প্রবীর দাসের সঙ্গে দল এসেছেন শুভাশিস বসু।
দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত অপরাজিত খালিদ জামিল। গত ৯ ম্যাচে ৬টি জিতেছে নর্থ-ইস্ট। ৩টি ম্যাচ ড্র হয়েছে।
চলতি আইএসএলে জেরার নুসের সময়ে সবুজ-মেরুন জিতলেও, খালিদ কিন্তু হাবাসের দলকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয়। তাই ভারতীয় কোচের ধুরন্ধর ঘুঁটি সাজানো নিয়ে চাপে আছেন স্প্যানিশ কোচ।
সন্দেশ জিঙ্ঘনকে ছাড়াই প্রথম লেগের দ্বিতীয় সেমিফাইনালের দল সাজালেন আন্তোনিয়ো লোপেজ হাবাস।