isl

অতিরিক্ত সময়ে গোল করে সমতা ফেরাল খালিদের নর্থ- ইস্ট , ফলাফল ১-১

সবুজ-মেরুনের প্রথম একাদশে তিনটি বদল এনেছেন হাবাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ১৯:২৯
Share:

শেষ মুহূর্তে গোল করে খালিদের দলকে বাঁচিয়ে রাখলেন ঘানার স্ট্রাইকার ইদ্রিসা। ছবি - আইএসএল

ফুল টাইম- পুরো ম্যাচে দাপট দেখালেও শেষ মুহূর্তে রক্ষণের ভুল। গোল করে সমতা ফেরালেন ইদ্রিসা। ফলে আগামী ৯ মার্চ পর্যন্ত আইএসএলে নর্থ-ইস্ট টিকে রইল।

Advertisement

৯৩ মিনিট- অতিরিক্ত সময়ে গোল করে নর্থ-ইস্ট ইউনাইটেডকে খেলায় ফিরিয়ে আনলেন 'সুপার সাব' ইদ্রিসা সাইলা।

৯০ মিনিট- অতিরিক্ত সময়ের খেলা শুরু। এখনও সেই ১ গোলেই এগিয়ে সবুজ-মেরুন।

Advertisement

৮৬ মিনিট- মাথা গরম করে রেফারিদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে বেঞ্চে বসেই হলুদ কার্ড দেখলেন এটিকে মোহনবাগানের সহকারী কোচ সঞ্জয় সেন।

৮১ মিনিট- এ বার বদল আনলেন হাবাস। শেষ মুহূর্তে রক্ষণে জোর বাড়ানোর জন্য ব্রাজিলীয় মার্সেলিনহোর পরিবর্তে মাঠে এলেন প্রণয় হালদার।

৭৪ মিনিট- আবার বদল। এ বার ভিপি সুহেরকে তুলে নিয়ে আর এক ভারতীয় স্ট্রাইকার ব্রিটো পিএমকে মাঠে নামিয়ে দিলেন খালিদ।

৬৬ মিনিট- গোলের খোঁজে জোড়া বদল করলেন খালিদ জামিল। বেঞ্জামিন ল্যাম্বটের বদলে মাঠে এলেন স্ট্রাইকার ইদ্রিসা সাইলা। নিম দর্জির পরিবর্তে নামলেন ডিফেন্ডার মাশুর শারিফ।

৬০ মিনিট- রয় কৃষ্ণকে আটকানোর চেষ্টায় নর্থ- ইস্টের রক্ষণ। তবে পাহাড়ের দলও গোল করতে ব্যর্থ। সন্দেশ জিঙ্ঘনহীন রক্ষণ কোচের ভরসা যোগাচ্ছে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু। ব্যবধান বাড়ানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সবুজ-মেরুন।

হাফ টাইম - প্রথমার্ধের শেষে ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান।

৪৫ মিনিট - দুরন্ত সেভ। আশুতোষ মেহতার শট বাঁচিয়ে দলের পতন রোধ করলেন গোল রক্ষক অরিন্দম ভট্টাচার্য। বল তাঁর হাতে লেগে ক্রসবারে ধাক্কা খেয়ে ফিরে আসে।

৩৪ মিনিট- জুটিতে লুটি। রয় কৃষ্ণর পাস থেকে গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দিলেন ডেভিড উইলিয়ামস। চলতি আইএসএলে চতুর্থ গোল করলেন অস্ট্রেলিয়া থেকে আসা এই স্ট্রাইকার।

৩০ মিনিট- বিপক্ষের রক্ষণকে বোকা বানিয়ে বল নিয়ে বক্সের কাছে এগিয়ে গেলেন মনবীর। কিন্তু ব্যর্থ প্রয়াস।

২৪ মিনিট- হাভি হার্নান্দেজ মাঝমাঠ থেকে লম্বা বল বাড়ালে বক্সে থাকা রয় কৃষ্ণ একক দক্ষতায় গোল করার চেষ্টা করেন। কিন্তু তাঁর ডান পায়ের ভলি নেটের বাইরে লাগে। খেলার ফলাফল এখনও ০-০।

২১ মিনিট- মনবীর, রয় কৃষ্ণ ও মার্সেলিনহো গোলের মরিয়া চেষ্টা করলেও পাহাড়ি দলের রক্ষণের সামনে আটকে পড়ছে।

১১ মিনিট- শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে হাবাস ও খালিদের দল।

খেলা শুরু- মাঝমাঠে লড়াই চলছে। বল দখলের লড়াইয়ে দুই দল।

সবুজ-মেরুনের প্রথম একাদশে তিনটি বদল এনেছেন হাবাস। হাভি হার্নান্দেজ, প্রবীর দাসের সঙ্গে দল এসেছেন শুভাশিস বসু।

দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত অপরাজিত খালিদ জামিল। গত ৯ ম্যাচে ৬টি জিতেছে নর্থ-ইস্ট। ৩টি ম্যাচ ড্র হয়েছে।

চলতি আইএসএলে জেরার নুসের সময়ে সবুজ-মেরুন জিতলেও, খালিদ কিন্তু হাবাসের দলকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয়। তাই ভারতীয় কোচের ধুরন্ধর ঘুঁটি সাজানো নিয়ে চাপে আছেন স্প্যানিশ কোচ।

সন্দেশ জিঙ্ঘনকে ছাড়াই প্রথম লেগের দ্বিতীয় সেমিফাইনালের দল সাজালেন আন্তোনিয়ো লোপেজ হাবাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement