india

মহেন্দ্র সিংহ ধোনির পাশে জায়গা করে নিলেন বিরাট কোহালি

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৬
Share:

ছবি টুইটার

বিরাট কোহালির মুকুটে আরও একটি পালক। ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে মহেন্দ্র সিংহ ধোনিকে ধরে ফেললেন তিনি।

Advertisement

অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে সবথেকে বেশি টেস্ট জয়ে এখন যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন কোহালি এবং ধোনি। দুজনেরই দেশের মাটিতে টেস্ট জয়ের সংখ্যা ২১। দেশের মাটিতে কোহালি অবশ্য ধোনির থেকে ২টি টেস্ট কম খেলেছেন।

ইংল্যান্ডকে ৩১৭ রানে হারিয়েছে ভারত। রানের বিচারে দেশ, বিদেশ মিলিয়ে এটি ভারতের পঞ্চম বড় জয়। প্রথম ৬টি বড় জয়ের মধ্যে ৫টিই এসেছে কোহালির নেতৃত্বে। তৃতীয় বড় জয়টি ধোনির নেতৃত্বে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এটিই সবথেকে বড় জয়। আগের রেকর্ড ছিল ১৯৮৬ সালে লিডসে ২৭৯ রানে জয়। এশিয়া মহাদেশে এটি ইংল্যান্ডের সবথেকে বড় রানে হার। আগের রেকর্ড ছিল ২০১৬-১৭ মরশুমে বিশাখাপত্তনমে ২৪৬ রানে হার।

Advertisement

গ্রাফিক: সৌভিক দেবনাথ

গ্রাফিক: সৌভিক দেবনাথ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement