Varun Chakraborty

ফিটনেসের কারণে ভারতীয় দল থেকে বাদ যেতে পারেন বরুণ চক্রবর্তী

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজে ফিটনেসের কারণে বাদ যেতে পারেন বরুণ চক্রবর্তী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ২২:২৬
Share:

ছবি টুইটার

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজে ফিটনেসের কারণে বাদ যেতে পারেন বরুণ চক্রবর্তী। ফিটনেস টেস্টে ৮.৫ মিনিটে ২ কিমি দৌড়াতে হয় বা ইয়ো ইয়ো টেস্টে ১৭.১ স্কোর করতে হয়। সুত্রের খবর, এর কোনটাই ভাল ভাবে করতে পারেননি বরুণ।

Advertisement

পাঁচ মাসে এই নিয়ে দ্বিতীয় সুযোগ পেলেন বরুণ। নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে ডাক পেলেও অভিষেক করতে পারেননি কেকেআরের হয়ে ভাল খেলা এই ক্রিকেটার। তবে এখনও বোর্ডের তরফ থেকে সরকারি ভাবে কিছু জানান হয়নি তাঁকে।

কেকেআর দলের এই সদস্য তিন মাস কাটিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। তাঁর অন্যান্য অনেক বিষয়ে উন্নতি হলেও দৌড়ের ক্ষেত্রে উন্নতি প্রয়োজন। বরুণ প্রথম শ্রেনির ক্রিকেট ও লিস্ট এ ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে খেলেন। কিন্তু বিজয় হজারে ট্রফিতেও তামিলনাড়ুর দলে তাঁর জায়গা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement