India vs England 2021

তৃতীয় টেস্টে প্রথম একাদশে ঢোকার আগে কড়া পরীক্ষার মুখে পড়তে চলেছেন ভারতের এই পেসার

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আমদাবাদে দিন-রাতের টেস্ট শুরু হতে চলেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৩
Share:

উমেশ যাদব। ফাইল ছবি

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগেই ফিটনেস পরীক্ষা হবে উমেশ যাদবেরভারতীয় বোর্ডের তরফে এমনটাই জানা গিয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আমদাবাদে দিন-রাতের টেস্ট শুরু হতে চলেছে। সেই দলে উমেশই একমাত্র পরিবর্তন হতে পারেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থাকে বোর্ডের এক শীর্ষস্থানীয় কর্তা জানিয়েছেন, “আগামী দু’একদিনের মধ্যেই উমেশের ফিটনেস পরীক্ষা করা হবে।” উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের পায়ের পেশিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন উমেশ। কিছুদিন আগেই বোর্ড জানিয়েছিল, তৃতীয় টেস্টে শার্দূল ঠাকুরের জায়গায় উমেশকে দলে আনা হয়েছে। তবে ম্যাচে খেলতে পারবেন কি না তা নির্ভর করছে ফিটনেস পরীক্ষায় কী ফল করেন তার উপর।

মোতেরায় গোলাপি বলের কথা ভেবে সবুজ উইকেট রাখা হচ্ছে, যেখানে পেসারদের সাহায্য পাওয়ার কথা। তবে ভারতীয় দলের এক প্রাক্তন স্পিনার জানিয়েছেন, বলের রং লাল বা গোলাপি যা-ই হোক না কেন, যদি উইকেট শুকনো থাকে তাহলে বল ঘুরবে। এখন দেখার কারা সাহায্য পান তৃতীয় টেস্টে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement