Motera Stadium

এক সপ্তাহ আগেই ৩০ হাজার টিকিট বিক্রি, দিন-রাতের টেস্ট ঘিরে উন্মাদনা মোতেরায়

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪৬
Share:

ফাইল চিত্র

আমদাবাদের মোতেরা এখনও পর্যন্ত ক্রিকেটবিশ্বের বৃহত্তম স্টেডিয়াম, যেখানে ১ লক্ষ ১০ হাজার মানুষ একসাথে খেলা দেখতে পারেন। এখনও পর্যন্ত যা খবর, তাতে তৃতীয় টেস্টে প্রতিদিন ৫৫,০০০ দর্শক উপস্থিত থাকতে পারবেন। কারণ, করোনার পর দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকেই ৫০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি পাওয়া গিয়েছে।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্তা জানান, ‘‘পঞ্চাশ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দিয়েছে গুজরাত ক্রিকেট সংস্থা। তবে সব টিকিট এখনও বিক্রি হয়নি। আশা করব দিন রাতের এই টেস্ট দেখতে আগামী কয়েকদিনে টিকিটের বিক্রি বাড়বে।’’

প্রথম দিনেই পুরো স্টেডিয়াম না ভরলেও বেশ ভাল সংখ্যায় দর্শক আসবেন স্টেডিয়ামে এমনটাই দাবি তাঁর। তিনি বলেন, ‘‘টেস্টের প্রথম দিনে ৩০ হাজার লোক খেলা দেখতে আসবেন। আমরা ওই দিন বিশেষ অনুষ্ঠানও করার চিন্তা ভাবনা করছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement