আর মাত্র কয়েক ঘণ্টা। তারপর বোঝা কোন দল কতটা শক্তিশালী হয়।
রাত পোহালেই চেন্নাইয়ের পাঁচতারা হোটেলে বসবে আইপিএল নিলামের আসর। আগামী এপ্রিল মাসে দেশের মাটিতে আয়োজিত হবে ক্রোড়পতি লিগ।
আন্তর্জাতিক ও দেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ২৯২জন ক্রিকেটার এই মহা নিলামে উঠবেন। যার মধ্যে আন্তর্জাতিক স্তরে খেলা ক্রিকেটারদের সংখ্যা কিন্তু মাত্র ৬১। ফলে নিলাম আসরে সেরা ক্রিকেটারদের দলে নেওয়ার ব্যাপারে ঝড় উঠবে।
৮টি ফ্রাঞ্চাইজির হাতে রয়েছে মোট ১৯৬.৬ কোটি টাকা। যাদের মধ্যে প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের কাছে রয়েছে সর্বাধিক ৫৩.২০ কোটি টাকা। রাজস্থান রয়্যালস (৩৭.৮৫), আরসিবি (৩৫.৪), সিএসকে (১৯.৯), মুম্বাই ইন্ডিয়ান্স (১৫.৩৫), দিল্লি ক্যাপিটালস (১৩.৪), সানরাইজার্স হায়দরাবাদ (১০.৭৫), কেকেআর (১০.৭৫) কোটি টাকা হাতে রয়েছে।
এবার সেই টাকা কোন দল কীভাবে খরচ করে সেটাই দেখার। শুধু তাই নয়, প্রতিটি দলের শক্তি, দুর্বলতা ও ফাঁকা জায়গা ভরাট করার দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।