India vs England 2021

রবিবারই ঘোষণা হতে পারে একদিনের সিরিজের দল, দলে আসতে পারে নতুন মুখ?

মনে করা হচ্ছিল একদিনের দলে সুযোগ পেতে পারেন বিজয় হজারে ট্রফিতে রান পাওয়া পৃথ্বী শ, দেবদত্ত পাড়িকলরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ১০:৩৪
Share:

একদিনের সিরিজের দল ঘোষণা হতে পারে রবিবার। ছবি: রয়টার্স

টি২০ সিরিজের পরই রয়েছে ৩টি একদিনের ম্যাচের সিরিজ। সেই সিরিজের দল ঘোষণা হতে পারে রবিবার। এমনটাই জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে।

Advertisement

মনে করা হচ্ছিল একদিনের দলে সুযোগ পেতে পারেন বিজয় হজারে ট্রফিতে রান পাওয়া পৃথ্বী শ, দেবদত্ত পাড়িকলরা। শনিবার বোর্ডের এক কর্তা বলেন, “রবিবার একদিনের সিরিজের দল ঘোষণা হতে পারে। কোনও সিনিয়র ক্রিকেটার বিশ্রাম চাননি। তাই নতুন মুখ খুব একটা দেখা নাও যেতে পারে।” বিজয় হজারে ট্রফিতে দ্বিশতরান করা পৃথ্বী বা পর পর ৪ ম্যাচে শতরান করা দেবদত্তকে আপাতত অপেক্ষাতেই থাকতে হবে। বোর্ডের সেই কর্তা বলেন, “ওরা দুর্দান্ত খেলেছে, তবে আপাতত ওদের অপেক্ষা করতে হবে সুযোগের জন্য।”

রবিবার দ্বিতীয় টি২০ ম্যাচ খেলতে নামবে ভারত এবং ইংল্যান্ড। ৫ ম্যাচের সেই সিরিজে সমতা ফেরাতে চাইবেন বিরাট কোহলীরা। অন্য দিকে নির্বাচকরা বেছে নিতে পারেন একদিনের সিরিজের দল। এখন দেখার সেই দলে জায়গা করে নিতে পারেন কি না টি২০ দলে সুযোগ পাওয়া সূর্যকুমার যাদব, ঈশান কিষাণরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement