প্রথম ম্যাচের হার ভুলে সামনে এগিয়ে যেতে চাইবে বিরাট বাহিনী। সিরিজে ফিরে আসতে কি হেরে যাওয়া দল পাল্টাবে ভারত? পাল্টে যাবে ওপেনিং জুটি? দেখে নিন দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ।
লোকেশ রাহুল: প্রথম ম্যাচে মাত্র ১ রান করলেও আইসিসি-র ক্রমতালিকায় তিনিই ভারতের সেরা টি২০ ব্যাটসম্যান। তাঁকে বাদ দিয়ে দল গড়তে চাইবেন না কোহলী।
বিরাট কোহলী: ছন্দে নেই কোহলী। নতুন জায়গায় ব্যাট করে সেই ছন্দে খোঁজার চেষ্টা করতেও পারেন। রোহিতকে প্রথম ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও তেমন সিদ্ধান্ত নিলে ওপেন করতে পারেন তিনিই। আইপিএলে আরসিবি-র হয়ে ওপেন করতে দেখা গিয়েছে তাঁকে।
সূর্যকুমার যাদব: দ্বিতীয় টি২০-তে অভিষেক ঘটতে পারে এই মুম্বইকরের। ৩ নম্বরে বিরাটের জায়গায় তাঁকে সুযোগ যেতেই পারে এই ম্যাচে।
ঋষভ পন্থ: ভারতীয় দলে পন্থকে ৪ নম্বরে নামাতেই পছন্দ করে ভারতীয় দল। সেই জন্য পিছিয়ে দিতে হয়েছে শ্রেয়সকেও। প্রথম ম্যাচে শুরুটা ভাল করলেও, বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। দ্বিতীয় ম্যাচে সেই সুযোগ পাবেন তিনি।
শ্রেয়স আইয়ার: তাঁর ব্যাটে ভর করেই প্রথম ম্যাচে রান তুলেছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও তাঁকে ছন্দে চাইবেন কোহলী।
হার্দিক পাণ্ড্য: তাঁর মারা একটা শট নিয়ে বিস্তর আলোচনা নেটমাধ্যমে। তবে শুধু একটা শট নয়, হার্দিকের থেকে মারকুটে ইনিংস চাইবে ভারত।
ওয়াশিংটন সুন্দর: ব্যাটে বলে কার্যকরী এই অলরাউন্ডার। মাত্র ৩ বল ব্যাট করার সুযোগ পেয়েছিলেন প্রথম ম্যাচে। বল হাতে একটি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ফের সুযোগ পেতেই পারেন তিনি।
অক্ষর পটেল: ভারতের ব্যাটিং গভীরতা অনেকটাই বাড়িয়ে দেন তিনি। বল হাতেও কার্যকরী। মোতেরায় টেস্ট ম্যাচে তাঁর বোলিং নজর কেড়েছিল, রঙিন জার্সিতেও সেই ছন্দেই তাঁকে চাইবে দল।
শার্দূল ঠাকুর: উইকেট পাননি প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে তাঁর থেকে সেটাই চাইবে ভারত। নিজেকে প্রমাণ করতেই হবে শার্দূলকে, একাধিক পেসার অপেক্ষা করছেন সুযোগের।
ভুবনেশ্বর কুমার: চোট সারিয়ে ফিরেছেন ভারতীয় দলে। অভিজ্ঞ পেসার তিনি। কঠিন পরিস্থিতিতে দলকে উইকেট এনে দিতে হবে তাঁকে।
যুজবেন্দ্র চহাল: দলের সেরা স্পিনার তিনি। ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চহাল। উইকেটের জন্য দ্বিতীয় ম্যাচে তাঁর দিকে তাকিয়ে থাকবে দল।