স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন টুইটার
চোটের কারণে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্টুয়ার্ট ব্রড দ্বিতীয় টেস্টে একই কারণে অনিশ্চিত জেমস অ্যান্ডারসনও। পায়ের চোটের জন্য খেলতে পারবেন না ব্রড। উরুর চোটের কারণে হয়তো দ্বিতীয় টেস্টে দেখা
যাবে না আর এক তারকা অ্যান্ডারসনও। এই দুই তারকা না থাকলে দ্বিতীয় টেস্ট শুরুর আগে কিছুটা স্বস্তিতে থাকতে পারেন বিরাট কোহলী।
টেস্টে এখনও অবধি ৬ বার ভারত অধিনায়ককে পরাস্ত করেছেন অ্যান্ডারসন। ট্রেন্টব্রিজ টেস্টে প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হন বিরাট। তাই ইংল্যান্ডের এই পেসারকে খেলতে না হলে লর্ডসের মাটিতে বড় রান করতেই পারেন বিরাট।
ডান পায়ের কাফ মাসল ছিঁড়ে যাওয়ায় মাঠের বাইরে বসতে হচ্ছে ব্রডকে। মঙ্গলবার অনুশীলনের সময় চোট পেয়েছিলেন ব্রড। বুধবার তাঁর এমআরআই করা হয়। তারপর গোটা বিষয়টা স্পষ্ট হয়।
ব্রড না থাকায় শাকিব মামুদকে দলে নিয়েছে ইংল্যান্ড। শাকিব পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে ভাল বল করেছিলেন।
এমনিতেই দলে নেই ক্রিস ওকস, বেন স্টোকস, জফ্রা আর্চারের মতো ক্রিকেটাররা। তার উপর যদি এই দুই তারকাকেও দলে না পান রুট, তবে সমস্যায় পড়তে হবে ইংল্যান্ডকে।