IPL 2021

IPL 2021: অধিনায়কত্ব গেলেও সানরাইজার্স হায়দরাবাদে ফিরছেন ডেভিড ওয়ার্নার

অনেকের ধারণা ছিল প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে নিজেকে সরিয়ে রাখবেন ডেভিড ওয়ার্নার। তবে এমনটা হল না। তিনি আবার ‘অরেঞ্জ আর্মি’তে ফিরছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ১৮:৫০
Share:

‘অরেঞ্জ আর্মি’তে ফিরছেন ডেভিড ওয়ার্নার। ফাইল চিত্র

করোনার জন্য আইপিএল বন্ধ হয়ে যাওয়ার আগে সানরাইজার্স হায়দরাবাদ থেকে অধিনায়কত্ব খুইয়েছিলেন। এমনকি এ বারের আইপিএল-এর প্রথম পর্বে ব্যাট হাতে তাঁর বিস্ফোরক ইনিংস দেখা যায়নি। ফলে অনেকের ধারণা ছিল প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে নিজেকে সরিয়ে রাখবেন ডেভিড ওয়ার্নার। তবে এমনটা হল না। তিনি আবার ‘অরেঞ্জ আর্মি’তে ফিরছেন। সেটা জানিয়েও দিলেন এই বাঁহাতি ওপেনার।

সদ্য ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে চাপিয়ে ওয়ার্নার লিখেছেন, ‘আমি ফিরে আসছি।’

Advertisement

প্রথম পর্বের শেষে সানরাইজার্স হায়দরাবাদ লিগ তালিকার একেবারে নীচে রয়েছে। সাত ম্যাচ খেলে ছ’টিতে হেরেছে হায়দরাবাদ। পয়েন্ট মাত্র দুই। দলের মতো অবস্থা ওয়ার্নারের। ছ’ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৯৩ রান। তবুও দলকে কঠিন অবস্থার মধ্যে রেখে সরে যেতে রাজি নন। সেটাই বুঝিয়ে দিলেন ওয়ার্নার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement