Sourav Ganguly

India vs England: ফের লর্ডসে সৌরভ, ফেসবুকে ছবি পোস্ট করলেন স্ত্রী ডোনা

লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই দর্শকাসনে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। স্ত্রী ডোনাকেও দেখা গিয়েছে তাঁর পিছনে বসে থাকতে। বোর্ড সচিব জয় শাহও হাজির ছিলেন স্টেডিয়ামে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৯:২৫
Share:

লর্ডসের গ্যালারিতে সৌরভ। ছবি: স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে

লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই দর্শকাসনে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনাও। সৌরভের ছবি তুলে ডোনা নেটমাধ্যমে পোস্ট করেন। বোর্ড সচিব জয় শাহ-ও হাজির ছিলেন স্টেডিয়ামে।

Advertisement

বৃহস্পতিবার লর্ডসে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত। প্রথম দিনের খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বোর্ড সভাপতি সৌরভকে বসে থাকতে দেখা যায়। তখন তিনি কথা বলছিলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার, তথা ধারাভাষ্যকার জিওফ্রে বয়কটের সঙ্গে।

কিছুক্ষণ পরেই জয় শাহকেও দেখা যায়। তিনি আড্ডা জমিয়েছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখ্য কর্তা টম হ্যারিসনের সঙ্গে। প্রথম দিন লর্ডসে আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্বকে হাজির থাকতে দেখা গিয়েছে।

Advertisement

বয়কটের সঙ্গে আড্ডা সৌরভের। ছবি টুইটার

বৃহস্পতিবার ম্যাচের আগে থেকেই বৃষ্টি এসে বাধা দেয়। ফলে নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট দেরিতে টস হয়। টসে হেরে যান বিরাট কোহলী। ভারত ব্যাট করতে নামে। তারপরেও বৃষ্টি নামায় আগেই মধ্যাহ্নভোজের বিরতি নিয়ে নেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement