বিদ্রোহ বাবরদের ফাইল ছবি
পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বেঁকে বসলেন সে দেশের অধিনায়ক বাবর আজম-সহ একাধিক ক্রিকেটার। ম্যাচ পারিশ্রমিক বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন তারা। পাকিস্তানের একটি ওয়েবসাইট এমনই দাবি করেছে।
বাবর বাদে এই দাবি তোলা বাকি ক্রিকেটাররা হলেন উইকেটকিপার মহম্মদ রিজওয়ান, অলরাউন্ডার হাসান আলি এবং জোরে বোলার শাহিন শাহ আফ্রিদি। চারজনেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ স্তরে রয়েছেন। টেস্ট, একদিনের ক্রিকেট এবং টি২০, তিনটি ক্ষেত্রেই পারিশ্রমিক বাড়ানোর দাবি করেছেন তাঁরা।
উল্লেখ্য, কেন্দ্রীয় চুক্তিতে ‘বি’ এবং ‘সি’ গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হলেও ‘এ’ গ্রেডের ক্ষেত্রে তা করা হয়নি। তাঁদের রিটেনারশিপ ফি বাড়ানো হয়েছে ২৫ শতাংশ। তবে এই বৃদ্ধিতে খুশি হতে পারেননি বাবররা। তাঁরা এর মধ্যেই বোর্ডের ডিরেক্টর জাকির খানের কাছে প্রতিবাদ জানিয়েছেন।
ম্যাচ পারিশ্রমিক বাড়ানো হবে কি না, সে ব্যাপারে এখনও কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে ক্রিকেটাররা আশাবাদী যে বোর্ড তাঁদের কথা শুনবে।