শনিবার দু’ওভার হাত ঘোরান রোহিত। ছবি টুইটার
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনেও নাজেহাল হয়েছেন বিরাট কোহালি। প্রথম সারির সমস্ত বোলারদের ব্যবহার করেও সাফল্য পাচ্ছিলেন না। উপায় না দেখে একসময় ডেকে নেন রোহিত শর্মাকে। ‘হিটম্যান’-এর বোলিং দেখতে মুখিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু যে বোলিং অ্যাকশন দেখালেন রোহিত, তাতে হাসিতে ফেটে পড়েছেন নেটাগরিকরা।
দ্বিতীয় দিন চা-বিরতির আগে দু’ওভার বল করেন রোহিত। চা-বিরতি ডাকার ঠিক আগের ওভারে ঘটে এই ঘটনা। উইকেটের পিছন থেকে তার আগেই ঋষভ পন্থ কিছু একটা নির্দেশ দিয়েছিলেন। তারপরেই রোহিতকে অবিকল হরভজন সিংহের অনুকরণে বোলিং করতে দেখা যায়। রোহিতের সেই ফুল লেংথ বলে সহজেই লং অফে খেলে খুচরো রান নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। মোট দু’ওভারে সাত রান দেন রোহিত। উইকেট পাননি।
তবে রোহিতের বোলিং অ্যাকশন মন ভরিয়ে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। হিটম্যানের নয়া অবতার দেখে মজে গিয়েছেন সকলে। পাগড়ি পরিহিত হরভজনকে অনেকেই ‘টারবানেটর’ বলে ডাকতেন। রোহিতকে এদিন থেকে ডাকা হচ্ছে ‘টারবানেটর হিটম্যান’ বলে।
একসময় নিয়মিত বোলিং করতেন রোহিত। আইপিএলে তৎকালীন ডেকান চার্জার্সের হয়ে হ্যাটট্রিকও রয়েছে তাঁর। কিন্তু কাঁধের অস্ত্রোপচারের পর থেকে বোলিং করা ছেড়ে দিয়েছিলেন।