আগামী দু’বছর একটানা ক্রিকেট বুমরা, কোহালি, রোহিতদের ছবি টুইটার
কোভিড অতিমারির পর খেলাধুলো শুরু হওয়া থেকে একটানা ক্রিকেট খেলে চলেছে ভারত। এর মধ্যেই আগামী দু’বছরের সূচি প্রকাশ করল বিসিসিআই। সেই দু’বছরেও কোনও রেহাই নেই। একটানা ক্রিকেট খেলতে হবে বিরাট কোহালিদের।
২০২০-তে অনেক প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে সব বাতিল হয়েছে। সেগুলি সম্পূর্ণ করার পাশাপাশি পরবর্তী প্রতিযোগিতাগুলিও খেলতে হবে ভারতকে। সূচি অনুযায়ী আগামী এপ্রিল-মে মাসে আইপিএল দিয়ে শুরু হবে ভারতের যাত্রা। যদি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তাহলে জুন মাসে লর্ডসে সেই ম্যাচ খেলতে হবে। মাঝে শ্রীলঙ্কা এবং জিম্মাবোয়ের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলে ভারত যাবে ইংল্য়ান্ডে। সেখানে জো রুটদের বিরুদ্ধে ৫টি টেস্ট খেলতে হবে কোহালিদের।
অক্টোবরে দেশের মাটিতে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর যথাক্রমে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ। সামনের বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ ছাড়াও শ্রীলঙ্কা বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে হবে। সামনের বছরেও আইপিএল, এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেখানে কোহালিদের কঠিন পরীক্ষার সামনে বসতে হবে।দেখে নিন আগামী দু’বছরের ভারতের সূচি ঠিক কীরকম হতে চলেছে:
গ্রাফিক: শৌভিক দেবনাথ