মোতেরায় হাজির থাকতে পারেন নরেন্দ্র মোদী। ফাইল ছবি
ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে চাঁদের হাট বসতে পারে। শোনা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই টেস্টে হাজির থাকতে পারেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডারও হাজির থাকার কথা রয়েছে।
আগামী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি মোতেরার সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় টেস্ট। এক লক্ষ দশ হাজার আসন সংখ্যার ওই স্টেডিয়াম এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম। তবে কোভিডের কারণে এখনও কোনও আন্তর্জাতিক খেলা হয়নি। তবে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের নক-আউট পর্বের খেলা সফল ভাবে আয়োজিত হয়েছে।
যদি মোদী স্টেডিয়ামে আসেন, তাহলে তা ঐতিহাসিক মূহূর্ত হতে চলেছে। প্রধানমন্ত্রী হিসেবে টেস্টের কোনও ম্যাচে আসার ঘটনা খুব একটা নেই। শেষবার এই স্টেডিয়ামে মোদি এসেছিলেন গত বছর ফেব্রুয়ারিতে। ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে লক্ষ দর্শকের সামনে মোদীর সঙ্গে ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।