মোতেরার নাম বদলেই হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ছবি টুইটার
সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে মোতেরা স্টেডিয়ামের নামকরণ করার পর থেকেই শুরু হয়েছিল তুমুল বিতর্ক। চাপের মুখে পড়ে এ বার সাফাই দিতে চাইল কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, শুধুমাত্র স্টেডিয়ামের নামই করা হয়েছে নরেন্দ্র মোদীর নামে। স্পোর্টস কমপ্লেক্সের নাম রয়েছে সর্দার বল্লভভাই পটেলের নামেই।
বুধবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আমদাবাদের নবনির্মিত স্টেডিয়ামের উদ্বোধন করার পরে তুমুল সমালোচনা শুরু হয়ে যায় নেটমাধ্যমে। কংগ্রেস এবং বিভিন্ন বিজেপি-বিরোধী দল একে সর্দার বল্লভভাই পটেলের ‘অপমান’ হিসেবে তুলে ধরতে থাকে।
তবে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর পরে বিরোধীদের সমালোচনা করে জানান, কেন এতদিন ধরে সর্দার পটেলের নামাঙ্কিত বিশালাকায় মূর্তি নিয়ে একটাও কথা বলেননি সোনিয়া গাঁধী বা রাহুল। জাভড়েকর এ-ও জানান, সোনিয়া বা রাহুল কেউই আজ পর্যন্ত সর্দার পটেলের মূর্তি দেখতে যাননি। সেখানে সর্দার পটেলের অপমান করা হয়েছে কিনা তা নিয়ে কথা বলা তাঁদের মানায় না।