দলের প্রত্যাবর্তনে অবাক নন শাস্ত্রী। —ফাইল চিত্র
ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারানো এখন ইতিহাসের পাতায় চলে গিয়েছে। এ বার ভারতের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয়। সেই লক্ষ্য নিয়ে আগামী ১৮ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে নামবে বিরাট কোহালির দল। যদিও এ দিন সিরিজ জিতে কোচ রবি শাস্ত্রী দাবি করলেন তাঁদের মাথায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বিন্দুমাত্র ভাবনাচিন্তা ছিল না।
শাস্ত্রী বলেন, “আমি অন্তত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা নিয়ে একদম ভাবনাচিন্তা করিনি। একটা সময় আমরা শীর্ষে থাকলেও অদ্ভুত ভাবে নিচে নেমে যাই। কিন্তু এখন ৫২০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছি। তাই আমরা ফাইনাল খেলার যোগ্য দাবিদার।”
প্রথম টেস্টে ২২৭ রানে হেরে যাওয়ার পরেও দল ঘুরে দাঁড়িয়েছে। তবে এমন ঘটনা নতুন নয়। বিরাট কোহালির দলের সঙ্গে এমন ঘটনাই ঘটে। তাই শাস্ত্রীও দলের প্রত্যাবর্তনে অবাক নন।
শেষে বলে দিলেন, “অসাধারণ অনুভূতি হচ্ছে। এমন চাপের মধ্যে দিয়ে ভাল করলে মন আনন্দে ভরে যায়। সবচেয়ে ভাল বিষয় হল, তরুণ প্রজন্ম দায়িত্ব নিয়ে দলের সেবা করছে। সেটা পন্থ এবং ওয়াশিকে দেখলেই বুঝতে পারবেন। ওদের জন্য গর্ব বোধ করছি।’’