রবিবার ঝোড়ো ইনিংস খেলেছেন পন্থ। ছবি টুইটার
আরও একবার ৯০-এর ঘরে আউট হলেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর ব্যাট থেকে এল ৯১ রান। সেই সঙ্গে এমন একটি রেকর্ড করলেন, যা তিনি চাননি।
এখনও পর্যন্ত টেস্টে এই নিয়ে মোট ৪ বার ৯০-এর ঘরে আউট হলেন ঋষভ। তাঁর অভিষেকের পর থেকে টেস্টে ৯০-এর ঘরে আর কোনও ব্যাটসম্যান এত বার আউট হননি। ২০১৮ সালে টেস্ট অভিষেক হয় ঋষভের। তারপর থেকে ৯০-এর ঘরে আউট হওয়ার রেকর্ড ছিল পাকিস্তানের বাবর আজমের। তিনি ৩ বার ৯০-এর ঘরে আউট হয়েছেন।
উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে শুধু মহেন্দ্র সিংহ ধোনির এর থেকে বেশি বার ৯০-এর ঘরে আউট হওয়ার রেকর্ড আছে। তিনি মোট ৫ বার নড়বড়ে ৯০-তে ফিরেছেন। এই তালিকায় ঋষভ জায়গা করে নিলেন ইংল্যান্ডের অ্যালান নট ও অস্ট্রেলিয়ার রডনি মার্শের সঙ্গে। নট এবং মার্শেরও ৪ বার করে ৯০-এর ঘরে আউট হওয়ার নজির আছে।
ঋষভের নড়বড়ে ৯০
৯২ বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, রাজকোট, ২০১৮
৯২ বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, হায়দরাবাদ, ২০১৮
৯৭ বিপক্ষ অস্ট্রেলিয়া, সিডনি, ২০২১
৯১ বিপক্ষ ইংল্যান্ড, চেন্নাই, ২০২১