India vs England 2021

নড়বড়ে ৯০-এর রাজা হয়ে উঠছেন ঋষভ পন্থ

এখনও পর্যন্ত টেস্টে এই নিয়ে মোট ৪ বার ৯০-এর ঘরে আউট হলেন ঋষভ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫২
Share:

রবিবার ঝোড়ো ইনিংস খেলেছেন পন্থ। ছবি টুইটার

আরও একবার ৯০-এর ঘরে আউট হলেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর ব্যাট থেকে এল ৯১ রান। সেই সঙ্গে এমন একটি রেকর্ড করলেন, যা তিনি চাননি।

Advertisement

এখনও পর্যন্ত টেস্টে এই নিয়ে মোট ৪ বার ৯০-এর ঘরে আউট হলেন ঋষভ। তাঁর অভিষেকের পর থেকে টেস্টে ৯০-এর ঘরে আর কোনও ব্যাটসম্যান এত বার আউট হননি। ২০১৮ সালে টেস্ট অভিষেক হয় ঋষভের। তারপর থেকে ৯০-এর ঘরে আউট হওয়ার রেকর্ড ছিল পাকিস্তানের বাবর আজমের। তিনি ৩ বার ৯০-এর ঘরে আউট হয়েছেন।

উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে শুধু মহেন্দ্র সিংহ ধোনির এর থেকে বেশি বার ৯০-এর ঘরে আউট হওয়ার রেকর্ড আছে। তিনি মোট ৫ বার নড়বড়ে ৯০-তে ফিরেছেন। এই তালিকায় ঋষভ জায়গা করে নিলেন ইংল্যান্ডের অ্যালান নট ও অস্ট্রেলিয়ার রডনি মার্শের সঙ্গে। নট এবং মার্শেরও ৪ বার করে ৯০-এর ঘরে আউট হওয়ার নজির আছে।

Advertisement

ঋষভের নড়বড়ে ৯০

৯২ বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, রাজকোট, ২০১৮

৯২ বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, হায়দরাবাদ, ২০১৮

৯৭ বিপক্ষ অস্ট্রেলিয়া, সিডনি, ২০২১

৯১ বিপক্ষ ইংল্যান্ড, চেন্নাই, ২০২১

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement