আউট হয়ে ফিরছেন রাহুল। ছবি টুইটার
ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি টি-টোয়েন্টি ম্যাচে ব্যর্থ হয়েছিলেন কে এল রাহুল। তা সত্ত্বেও তৃতীয় ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল তাঁকে। সেখানেও তিনি ব্যর্থ। ফের শূন্য করেছেন। সেই সঙ্গেই নাম লিখিয়েছেন তালিকায়।
পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে রাহুল পরপর দুটি টি-টোয়েন্টিতে শূন্য করেছেন। তাঁর আগে অম্বাতি রায়ডু, আশিস নেহরা এবং ইউসুফ পাঠান পরপর দুটি টি-টোয়েন্টি ম্যাচে শূন্য করেছেন। সবার উপরে ওয়াশিংটন সুন্দর। তিনি টানা তিনটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন।
উল্লেখ্য, এই নিয়ে চতুর্থ ইনিংসে তিন বার শূন্য রানে আউট হলেন রাহুল। ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ায় আগে অস্ট্রেলিয়া সফরের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও রানের খাতা খুলতে না পেরেই ফিরেছিলেন কর্ণাটকের এই ব্যাটসম্যান।
মঙ্গলবার রাহুল ফেরার পরে চাপে পড়ে যায় ভারত। অধিনায়ক বিরাট কোহলী ছাড়া কেউ সে ভাবে অবদান রাখতে পারেননি। জস বাটলারের অপরাজিত ৮৩ রানের সৌজন্যে ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে ইংল্যান্ড।