joe root

মোতেরার পিচ নিয়ে মাথাব্যথাই নেই জো রুটদের শিবিরে

মোতেরার পিচ নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা যেখানে দিনের পর দিন তোপ দেগে চলেছেন, সেখানে সেই উইকেটে যেসব ইংরেজরা খেললেন, তাঁদের কোনও অসন্তোষ নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ২০:৪৭
Share:

ছবি টুইটার

মোতেরার পিচ নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা যেখানে দিনের পর দিন তোপ দেগে চলেছেন, সেখানে সেই উইকেটে যেসব ইংরেজরা খেললেন, তাঁদের কোনও অসন্তোষ নেই। এই তালিকায় নতুন সংযোজন ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। দুই দিনে মোতেরা টেস্ট শেষ হয়ে যাওয়া নিয়ে ভারতের স্পিনারদের কৃতিত্ব দিচ্ছেন তিনি।

Advertisement

লিচ বলেন, ‘‘দর্শক হিসেবে দুই দিনে টেস্ট শেষ হয়ে গেলে সেটা একেবারেই ভাল লাগে না। তবে আমার কাজ যে কোনও পিচে ভাল খেলা। সেই কাজটাই মন দিয়ে করার চেষ্টা করে চলেছি। আমদাবাদের পিচে অসাধারণ বল করেছে অশ্বিন। ও বিশ্বমানের বোলার। অক্ষরও ভাল বল করেছে। আমরা নিজেদের উন্নতি করার চেষ্টা করছি। সাজঘরেও এটা নিয়েই আলোচনা চালাচ্ছি।’’

ভারত তৃতীয় টেস্টে ১০ উইকেটে জিতলেও দু’দলের ব্যাটসম্যানরাই স্পিনারদের ‘স্কিড’ করা বলে আউট হয়েছেন। তবে পিচের চরিত্র নিয়ে কিছু বলতে নারাজ লিচ। তিনি বলেন, ‘‘আমরা এই পরিস্থিতিতে একেবারেই ভাল খেলতে পারিনি। আমি সব সময়ই শিখতে চাই। শুধু আমি নই, আমাদের দলের সকলেই। আমরা এই জায়গা থেকে শিখছি। তবে আগের ম্যাচ বেশ কঠিন ছিল। ভারতীয় স্পিনাররা ভাল বল করেছে, এটাই আসল। ওদের কৃতিত্বকে ছোট করার কোনও মানেই হয় না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement